মোহাম্মাদ শাহজাহান আনসারী,বাঁকুড়া:-করোনা মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের অবদান অনস্বীকার্য । তাই আজ বাঁকুড়া ব্লক ২ এর কাঞ্চনপুর স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত সমস্ত স্বাস্থ্যকর্মী ডাক্তার নার্সদের করোনা যোদ্ধা রূপে সম্মানীত করা হলো। কাঞ্চনপুর স্বাস্থ্য কেন্দ্রের বি এম ও এইচ দেবজ্যোতি গোস্বামী তাদের হাতে একটি করে ট্রফি এবং সার্টিফিকেট তুলে দেন । বি এম ও এইচ দেবজ্যোতি গোস্বামী জানান যে এই স্বাস্থ্য কর্মীরা করোনার প্রথম দিন থেকে তাঁর নির্দেশ মতো কাজ করেছেন । তাই আজ তাঁদিগে সম্মানিত করতে পেরে ভালো লাগছে । তিনি জানান যে এই স্বাস্থ্য কর্মীদের সহযোগিতা না পেলে করোনা মোকাবিলার কাজ করা যেত না । তিনি বলেন যে যেকোনো সম্মান মানুষকে আরো ভালো কাজ করতে উৎসাহিত করবে । দেবজ্যোতি গোস্বামী জানান যে বৃহস্পতিবারে প্রায় ২৭২ জন স্বাস্থ্য কর্মীকে সম্মানিত করা হয় । বি এম ও এইচের কাছ থেকে এই স্বীকৃতি পেয়ে স্বাস্থ্য কর্মীর যারপরনাই খুশি । এই বিষয়ে এক স্বাস্থ্য কর্মী জানান যে তাঁরা যে আজ তাঁদের কাজের স্বীকৃতি পেলেন তার জন্য তাঁরা বি এম ও এইচকে ধন্যবাদ দিতে চান । তিনি জানান যে করোনা প্রতিরোধে এই যুদ্ধে সামনের সারিতে দাঁড়িয়ে যুদ্ধ করতে পেরে মানুষের পাশে দাঁড়াতে পেরে তাঁরা গর্বিত।