হীরক মুখোপাধ্যায় (১৪ অক্টোবর ‘২০):- পশ্চিমবঙ্গের অন্যতম চলচ্চিত্র প্রকাশনী সংস্থা ‘এসভিএফ’ ও দেশের অন্যতম স্কিন কেয়ার সংস্থা ‘জয় পার্সোনাল কেয়ার’-এর যৌথ উদ্যোগে গতকাল ‘এসভিএফ’-এর নিজস্ব ‘ইউটিউব সাইট’-এ উৎসবের গান রূপে মুক্তি পেয়েছে মিউজিক ভিডিও ‘দুগ্গা এলো’।
মিউজিক ভিডিও সম্পর্কে কথা বলতে গিয়ে ‘জয় পার্সোনাল কেয়ার’-এর অধ্যক্ষ সুনীল আগরওয়াল এবং মুখ্য বিপনন আধিকারিক পৌলমী রায় জানিয়েছেন, “রাজীব চক্রবর্তী-র কথায় ও অজয় সিংহ-র সুরে এই মিউজিক ভিডিও-তে কণ্ঠ দিয়েছেন স্বনামধন্য সঙ্গীত শিল্পী আকৃতি কাক্কার ও দেবাঞ্জলী বি যোশী।”
অন্যদিকে ‘এসভিএফ’ ব্র্যাণ্ড-এর প্রধান রূপে অরিন্দম বিশ্বাস জানিয়েছেন, “মিউজিক ভিডিও ‘দুগ্গা এলো’-তে শিল্পী রূপে পশ্চিমবঙ্গের যে দশজন অভিনেত্রীকে দেখা যাবে তাঁরা হলেন, প্রিয়াঙ্কা সরকার, মনামি ঘোষ, সন্দীপ্তা সেন, অদ্রিজা রায়, তৃণা সাহা, স্বস্তিকা দত্ত, রোশনি ভট্টাচার্য, অন্তশীলা ঘোষ, ঋত্বিকা সেন ও বিবৃতি চ্যাটার্জি।”