20, Oct-2020 || 12:07 pm
Home দেশ গোদের ওপর বিষফোঁড়া, দেশে এবার আফ্রিকান সোয়াইন ফিভার!

গোদের ওপর বিষফোঁড়া, দেশে এবার আফ্রিকান সোয়াইন ফিভার!

গুয়াহাটি: করোনার আতঙ্ক কাটছে না, তার মধ্যে গোদের ওপর বিষফোঁড়ার মতো যুক্ত হল আফ্রিকান সোয়াইন ফিভার! দেশের উত্তর পূর্ব প্রধানত অসমে শুরু হয়েছে এর উৎপাত৷ বিশেষজ্ঞরা বলছেন এই রোগের মহামারী এই দেশে প্রথম৷ ভোপালের ন্যাশনল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিমল ডিজিজেসে এর নমুনা পরীক্ষা হয়৷ এই ফিভারের ফলে অসমের ৭টি জেলার ৩০৬টি গ্রামের ২৫০০ শুয়োর মারা গিয়েছে৷ এতে নতুন করে ছড়িয়েছে আতঙ্ক৷

অসমে ছড়িয়ে পড়া এই রোগ শুয়োরের দেহে পাওয়া গিয়েছে৷ ফলে উত্তরবঙ্গের ৫ জেলাকে সতর্ক করা হয়েছে৷ এই রোগটির উৎস আফ্রিকায়৷ তার থেকেই এই নাম৷ রোগটি ইউরোপ ঘুরে এশিয়ায় ঢুকে পড়েছে বলেই বিশেষজ্ঞদের মত৷ রোগটি ছড়াতেও পারে খুব তাড়াতাড়ি বলেই মত উঠে আসছে৷

তবে আপাতত জানানো হয়েছে যে এটি শুয়োরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে৷ কিন্তু প্রশ্ন উঠছে যে এর জন্য কি শুয়োরের মাংশ বা পর্ক খাওয়ার ওপর নিষেধাজ্ঞা তৈরি হল? তার সঠিক উত্তর না মিললেও অসুস্থ শুয়োরের মাংস না খাওয়া উচিৎ বলেই জানানো হয়েছে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

তৃণমূল কংগ্রেস মহিলা শাখার পাশাপাশি শুরু করলো বঙ্গজননী সংগঠন

প্রদীপ মজুমদার, নদীয়াঃ তৃণমূলের মহিলা শাখার ওপর আর ভরসা না থাকায় তৃণমূল কংগ্রেস মহিলা শাখার পাশাপাশি শুরু করলো বঙ্গজননী সংগঠন।এই সংগঠনের কাজ...

বাঘমুন্ডি ব্লক কংগ্রেসের ডাকে প্রতিবাদ মিছিল

বাপ্পা রায়, বাঘমুন্ডি, পুরুলিয়া, ১৮ অক্টোবর :- রবিবার পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লক কংগ্রেসের ডাকে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের বিভিন্ন দুর্নীতির দাবি...

নদীয়ার বাদকুল্লার সুরভী স্থানে ২৬৮ নম্বর বুথ তৃণমূল কংগ্রেস কমিটি এক স্বেচ্ছায় রক্তদান শিবির

প্রদীপ মজুমদার, নদীয়াঃ রক্তদান জীবন দান আর রক্ত দিয়ে প্রাণ বাঁচান। বর্তমান করোনা আবহে রাজ্যে রক্ত সংকট দেখা গেছে। রক্তের প্রয়োজন থাকলেও...

আজ তাঁদের পরিবারের প্রয়োজন ফুরিয়েছে তাই আজ তাঁদের ঠিকানা বৃদ্ধাশ্রম

প্রদীপ মজুমদার,নদীয়া: একসময় ওদেরও ছিল ভরা সংসার, ছিল ছেলে, মেয়ে, পুত্রবধূ ,জামাই,নাতি নাতনি। ভোর থেকে রাত পর্যন্ত ওরা শুনতে পেতেন ছেলেমেয়েদের বাবা,মা...