ওয়াশিংটন: প্রাকৃতিক ভাবে নয়। ইউহানের ল্যাবোরেটরিতেই তৈরি হয়েছিল করোনা ভাইরাস। মনে করছেন মার্কিন সেক্রেটারি অব স্টেট তথা ডোনাল্ড ট্রাম্প ঘনিষ্ঠ রাজনীতিবিদ মাইক পম্পিও। রবিবার এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তাঁর দাবি, বহু অকাট্য প্রমাণ রয়েছে, যার সাপেক্ষে বলাই যায় এই ভাইরাস ইউহান থেকে ছড়িয়েছে।
এদিন মাইক পম্পিও সংবাদমাধ্যমে রীতিমতো ভর্ৎসনার সুরে বলেন, “অতীতেও রোগ ছড়ানোর ইতিহাস রয়েছে। এমনকী ওই দেশের গবেষণাগারগুলিও অত্যন্ত নিম্নমানের।” সংবাদমাধ্যমের তরফে তাঁকে এও জিজ্ঞেস করা হয়, তিনি কি বিশ্বাস করেন যে এই ভাইরাসটি মনুষ্যসৃষ্ট? মাইকের সপাট জবাব, “বিশ্বের নামজাদা বিশেষজ্ঞরাই তাই মনে করেন। আমার অবিশ্বাসের কোনও জায়গাই নেই।”