ওয়াশিংটন: বিশ্বে বেড়েই চলেছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা ৷ রবিবার সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ৩৪ লক্ষ ৷ বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৪৪ হাজার৷ করোনায় যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে আমেরিকা । শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই করোনায় মৃত প্রায় ৬৭ হাজার । আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৬০ হাজার । শুধু নিউ ইয়র্কেই মৃত ১৮,৬১০ । নিউ জার্সিতে ৭,৫৩৮ ।
স্পেনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫,১০০ । ইতালিতে ২৮,৭১০ । ব্রিটেনে ২৮,১৩১ । বিশ্বের প্রতিটা দেশেই মৃতের সংখ্যা বেড়েই চলেছে হু হু করে । লকডাউ চলছে প্রায় গোটা পৃথিবীতেই । কিন্তু তারপরেও ঠেকানো যাচ্ছে না এই মারণ ভাইরাস ।