লন্ডন: করোনা মুক্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পুত্র সন্তানের নাম দেওয়া হল তাঁর চিকিৎসকের নামে৷ তাঁর স্ত্রী জানিয়েছেন যেসব চিকিৎসকের সেবায় তাঁর স্বামী সুস্থ হয়ে উঠেছেন, তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতেই এই সিদ্ধান্ত৷ বরিস জনসনের ছেলের নাম রাখা হয়েছে উলফ্রিড লরি নিকোলস জনসন ৷ ডাঃ নিক প্রাইস ও ডাঃ নিক হার্ট ছিলেন বরিসের চিকিৎসার দায়িত্বে৷ তাদের নাম থেকে ছেলের নামে নিকোলস যুক্ত করা হয়েছে৷ অন্যদিকে উলফ্রিড বরিসের ঠাকুরদার নাম, লরি হল সিমন্ডসের ঠাকুরদার নাম৷ ব্রিটেনে এভাবে বংশের নামে সন্তানের নামের সঙ্গে যুক্ত করার রীতি রয়েছে৷
বেশ কিছুদিন আগে বরিস জনসনের করোনা ধরা পড়ে৷ শুরু হয় চিকিৎসা তাঁর৷ একসময় অবস্থা এতটাই খারাপ হয় যে প্রধানমন্ত্রীকে ICU-তে রাখা হয়৷ তবে সব বাধা কাটিয়ে তিনি ফিরেছেন বাড়িতে৷ এমনকি প্রধানমন্ত্রীত্বের দায়িত্বেও ফিরেছেন৷ তার পরই ছেলের জন্ম হয় বরিসের৷
ব্রিটিশ প্রধানমন্ত্রী বয়স ৫৫৷ তাঁর আগের পক্ষে ২টি বিয়ের থেকে ৪জন সন্তান রয়েছে৷ তিনিই প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী যার বিয়ের আগে সন্তানের জন্ম হল৷ সিমন্ডস তাঁর বাগদত্তা৷