মস্কো: নিউ ইয়র্কের পর করোনার ভরকেন্দ্র কি রাশিয়া? রাশিয়ায় একই দিনে করোনায় আক্রান্ত ৯ হাজার ৬২৩ জন। দেশে আক্রান্ত প্রায় সোয়া লক্ষ। দেশের প্রধানমন্ত্রী করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। এরই মধ্যে রুশ প্রেসিডেন্টের সতর্কতা, আগামী কয়েকদিনে কোভিড 19-র আঘাত আরও তীব্র হবে।
আমেরিকার পর কি এবার রাশিয়ার পালা? নিউ ইয়র্কের পর করোনার কেন্দ্রস্থল হতে চলেছে মস্কো? রাশিয়া তথা মস্কোয় করোনার সংক্রমণ যে হারে বাড়ছে, তাতে এই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবারই করোনায় আক্রান্ত হয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন৷
রাশিয়া জুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনার। সময় যত গড়াচ্ছে, ততই ক্ষমতা দেখাচ্ছে করোনার ভাইরাস৷ রাশিয়ায় করোনা আক্রান্ত ১ লক্ষ ২৪ হাজার ১৫৪ জন৷ ১ হাজার ১২২ জনের মৃত্যু হয়েছে৷ শুক্রবার থেকে শনিবারের মধ্যে আক্রান্ত ৯ হাজার ৬২৩ জন৷ গত ৪৮ ঘণ্টায় মৃত ৪০৮৷