26, Feb-2021 || 11:47 pm
Home কলকাতা যকৃত প্রতিস্থাপনের পর সুস্থভাবে এক বছর পার করল রিজওয়ান আলি

যকৃত প্রতিস্থাপনের পর সুস্থভাবে এক বছর পার করল রিজওয়ান আলি

হীরক মুখোপাধ্যায় (২৫ সেপ্টেম্বর ‘২০):– যকৃত প্রতিস্থাপনের পর সুস্থভাবে এক বছর পার করল রিজওয়ান আলি (২)।

বারাসাতের বাসিন্দা রীনা বিবি (২৮) এক বছর আগে হঠাৎ লক্ষ্য করেন, রিজওয়ানের প্রস্রাব রঙ বদলে গাঢ় হলুদ হয়ে যাচ্ছে, মলের রঙটাও কীরকম সাদা হয়ে যাচ্ছে।

সব্জি বিক্রেতা স্বামী, এক মেয়ে আর রিজওয়ান-কে নিয়ে এমনিতেই টানাটানির সংসার। তার উপর এই বিপদ রীনা বিবিকে শঙ্কিত করে তোলে।

এই অবস্থায় রিজওয়ান-কে ‘অ্যাপোলো গ্লেনিগল্স হসপিটাল’-এ নিয়ে গেলে ওখানকার চিকিৎসকেরা জানান, ‘এক্সট্রাহেপাটিক বাইলিয়ারি অ্যাট্রেসিয়া’-য় আক্রান্ত হয়েছে একবছরের রিজওয়ান।
ওর শরীরে পিত্ত থলীর অনুপস্থিতির কারণে যকৃতে তৈরী পিত্ত অন্ত্রে পৌঁছচ্ছেনা। যার ফলে যকৃতে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। ইনফ্যান্টাইল সিরোসিস অব লিভার-এর লক্ষ্মণ ফুটে উঠেছে।

এই রোগ নিরাময়ের ক্ষেত্রে যকৃত প্রতিস্থাপন অবশ্যম্ভাবী হয়ে ওঠে।
রীনা বিবি নিজের সন্তানের জীবনের জন্য নিজের শরীর থেকে যকৃতদানে সম্মতি জানায়।

শল্যচিকিৎসার মাধ্যমে যকৃত প্রতিস্থাপনের পরেই এক বছরের রিজওয়ান-এর ফুসফুসে ভাইরাল ইনফেকশন হয়ে দিনে দিনে অবস্থার অবনতি হতে শুরু করে।
যদিও চিকিৎসকদের দক্ষতায় যকৃত প্রতিস্থাপনের কনিষ্ঠতম রোগী রূপে সেরে ওঠে রিজওয়ান।
‘অ্যাপোলো গ্লেনিগল্স হসপিটাল’-এর বক্তব্য অনুযায়ী, “রিজওয়ান হচ্ছে পূর্বভারতের কনিষ্ঠতম জীবিত যকৃত গ্রহীতা।”

পূর্বভারতের কনিষ্ঠতম জীবিত যকৃত গ্রহীতা রূপে এক বছর পার করল রিজওয়ান।
চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী, “যকৃত দান ও প্রতিস্থাপনের এক বছর বাদে মা ও ছেলে সুস্থ আছে।”

প্রসঙ্গতঃ উল্লেখ্য গতকালই ‘অ্যাপোলো গ্লেনিগল্স হসপিটাল’-এ ডাঃ রামদীপ রায়, ডাঃ সুমিত গুলাটি ও ডাঃ সুপ্রিয় ঘটকের নেতৃত্বে শুরু হল প্রথম যকৃত প্রতিস্থাপন কেন্দ্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ভোট কর্মীদের সুরক্ষার দাবিতে বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘের নদিয়া জেলা শাসককে ডেপুটেশন

প্রদীপ মজুমদার, নদীয়াঃ ভোট কর্মীদের কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী দ্বারা সুরক্ষার দাবিতে বৃহস্পতিবার নদীয়া জেলা শাসকের কাছে ডেপুটেশন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সংঘের।বিধানসভা ভোটের...

বাঁকুড়ায় বিজেপির পক্ষ থেকে পরিবর্তন যাত্রা কর্মসূচি

মোহাম্মাদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই রাজ্যের দলগুলি তাদের সর্বশক্তি দিয়ে নির্বাচনের প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়েছে । বিজেপির পক্ষ...

ঘোষেদের নিয়ে বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের তীর্যক মন্তব্য

মোহাম্মাদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:- বাঁকুড়া এলাকায় বৃহস্পতিবার যাদব সভার আয়োজন করা হয় । এই সভায় গিয়ে ঘোষেদের নিয়ে বীরভূম তৃণমূল জেলা সভাপতি...

ছাতনা বিধানসভাতে বিজেপির রথ

মোহাম্মাদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:- বিগত কয়েকদিন ধরেই বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তের বিভিন্ন ব্লকে বিজেপির পক্ষ থেকে পরিবর্তনের রথ যাত্রার পরিক্রমা চলছে ।...