সৌগত মন্ডল,বীরভূম: অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে গ্রেফতার ময়ূরেশ্বর 1B মন্ডলের বিজেপি সভাপতি সুশান্ত দে, তার প্রতিবাদে ১২ ঘন্টার মল্লারপুর বন্ধের ডাক দেন বীরভূম বিজেপি। এদিন মল্লারপুরে ১২ ঘণ্টা বন্ধ সফল করার জন্য মিছিল বের করেন মল্লারপুর আম্বা মোড় থেকে। এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি বীরভূম জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল, জেলার সাধারণ সম্পাদক অতনু চ্যাটার্জী, প্রাক্তন জেলা সভাপতি অর্জুন সাহা সহ জেলা নেতৃত্ব ও স্থানীয় শতাধিক বিজেপির কার্যকর্তা ও সমর্থকগন।