হীরক মুখোপাধ্যায় (২২ সেপ্টেম্বর ‘২০):- কোরোনা আবহে সমস্ত প্রকাশনা সংস্থা যখন ই-সংস্করণের দিকে মনোযোগ দিয়েছে, ঠিক তখন ব্যতিক্রমী ভাবে ডিজিটাল মঞ্চ ছেড়ে ছাপাখানা থেকে মুক্তি পেতে চলেছে ‘আসমানিয়া’-র এবারের উৎসব সংখ্যা।
উৎসব সংখ্যা প্রসঙ্গে কথা বলতে গিয়ে ‘আসমানিয়া’-র সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য মানস ব্যানার্জী জানান, “পুজোর ঢের আগেই প্রকাশ পেতে চলেছে আসমানিয়া উৎসব সংখ্যা।”
‘প্রিজমহাব অনলাইন সল্যুশন প্রাইভেট লিমিটেড’ থেকে প্রকাশিত এই উৎসব সংখ্যার জন্য এবার কলম ধরেছেন, কবি সুবোধ সরকার, সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়, শুদ্ধসত্ত্ব ঘোষ, সাংবাদিক ময়ূখরঞ্জন ঘোষ, তালবাদ্য বিশারদ পণ্ডিত মল্লার ঘোষ, ক্রিকেটার ঋদ্ধিমান সাহার মতো খ্যাতনামারা।