বাপ্পা রায়, মানবাজার, পুরুলিয়া :- সোমবার পুরুলিয়ার মানবাজার ১ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের অফিসে ডেপুটেশন দিলো ভারতীয় জনতা পার্টি ।
এদিন তারা মূলত, অবৈধ পাথর খনন করা চলবেনা, খননকার্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অবৈধ কয়লা উত্তোলন ও পাচার বন্ধ করতে হবে।
সরকারি টেক্স ফাঁকি দিয়ে বালি পাচার রোধে কড়া ব্যবস্থা নিতে হবে।
আদিবাসীদের জমি অবৈধ ভাবে হস্তান্তর বন্ধ করতে হবে
এই ধরনের ৭ দফা দাবি দাবা নিয়ে সারা রাজ্যের সাথে পুরুলিয়া জেলার মানবাজার ১ নম্বর ব্লকেও ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের অফিসে ডেপুটেশন দিল মানবাজার ১ মন্ডল বিজেপি।
এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি বাণী পদ কুম্ভকার। সহ সভাপতি সহ একাধিক বিজেপির কর্মকর্তারা।