আলোচনা মূলক ডেপুটেশন প্রদান ‌

অভিজিৎ হাজরা, হাওড়া :- ‌” পশ্চিমবঙ্গ প্রাইমারী এগ্ৰিকালচার ক্রেডিট সোসাইটি পার্মানেন্ট এমপ্লয়িজ সংগঠন ” হাওড়া জেলা কমিটির উদ্যোগে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ কো – অপারেটিভ সোসাইটি হাওড়া রেঞ্জ নিবন্ধককে আলোচনা মূলক ডেপুটেশন প্রদান করা হয়। এই ডেপুটেশনে ৬ দফা দাবি করা হয়। দাবি গুলি হলো (১) গত ০১/০৯/ ২০২৫ তারিখে হাওড়া রেঞ্জ অফিসের নোটিসে (মেমো নং 1366/11-25/25) উল্লেখিত বিষয়ের উপর আলোচনা ও সিদ্ধান্ত গ্ৰহণ । (২) রাজ্যের সকল প্রাইমারী এগ্ৰিকালচার ক্রেডিট সোসাইটির কর্মচারীগণকে রোপা ২০১৯ মোতাবেক পে – স্কেল গঠন করে রাজ্য সরকারের প্রদেয় এড – হক গ্ৰান্ডকে পে – স্কেলের আওতায় এনে আইনী স্বীকৃতি দিতে হবে।(৩) সি,এস,পি ও এবং এফ,এম,এইচ প্রজেক্টের সাবসিডি দ্রুত সমবায় সমিতি গুলিকে প্রদান করতে হবে।(৪) এস,এইচ্ , জি ইন্টারেস্ট সাবসিডি -র বকেয়া টাকা যাহাতে দ্রুত গোষ্ঠী গুলি পাইতে পারে, তাহার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্ৰহণ করতে হবে।(৫) জেলার অন্তর্গত যে সকল সমিতি ইনয়্যাক্ টিভ হয়ে আছে, তাঁদের অ্যাক্ টিভ করা (যদি সম্ভব হয়) বা পাশের সমিতির সঙ্গে যুক্ত করে,উক্ত এলাকায় সমবায় সমিতির পরিষেবা প্রদানে উদ্যোগ গ্ৰহণ করতে হবে।(৬) জেলার অন্তর্গত সকল সমিতির জন্য ঋণ দাদন পলিসি তৈরিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্ৰহণ করতে হবে। হাওড়া জেলা অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ কো – অপারেটিভ সোসাইটি হাওড়া রেঞ্জ নিবন্ধক নিখাত পারভেজ সংগঠনের পক্ষ থেকে আলোচনা মূলক ডেপুটেশনের বিষয় গুলি ভালোভাবে শোনেন।এরপর নিখাত পারভেজ বলেন, ” ওনার পক্ষ থেকে যে দাবি গুলি সমাধান করা সম্ভব, তিনি সেই দাবি গুলি দ্রুত সমাধান করবেন। যে দাবি গুলি তাঁর দ্বারা সমাধান করা সম্ভব নয়, সেই দাবি গুলি রাজ্য সমবায় দপ্তরকে সমাধান করার জন্য পাঠাবেন ” । আলোচনা মূলক ডেপুটেশনে পশ্চিমবঙ্গ প্রাইমারী এগ্ৰিকালচার ক্রেডিট সোসাইটি পার্মানেন্ট এমপ্লয়িজ সংগঠন হাওড়া জেলা কমিটির পক্ষে জেলা সংগঠনের সভাপতি প্রতাপ কুমার পাঁজা, জেলা সম্পাদক দেবব্রত কর্মকার, জেলার সাংগঠনিক সম্পাদক শুভেন্দু মিশ্র সহ জেলা কমিটির সদস্য এবং জেলার অন্তর্গত বিভিন্ন ব্লক থেকে আগত ১৫ জন নেতৃত্ববৃন্দ। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ কো – অপারেটিভ সোসাইটি হাওড়া রেঞ্জ নিবন্ধককে ডেপুটেশন দেওয়ার পাশাপাশি জেলা সমবায় ইউনিয়নের মূখ্য নির্বাহী আধিকারিক শিবশঙ্কর দাস – কে ও আলোচনা মূলক ডেপুটেশন প্রদান করা হয়। এই ডেপুটেশনে মূখ্য নির্বাহী আধিকারিকের কাছে যে দাবি গুলি করা হয় তা হলো (১) জেলার প্রতিটি সমবায় সমিতিতে যাহাতে কমপক্ষে একটি করে সমিতির মালিক সভ্যদের সচেতনতা শিবির, (২) কর্মচারীদের সচেতনতা শিবির,(৩) জেলা সমবায় ইউনিয়ন থেকে যাহাতে সমবায় আইনের বই ,(৪) সমবায় পতাকা পাইতে পারে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংগঠনের প্রতিনিধিদের দাবিগুলি শুনে নির্বাহী আধিকারিক শিবশঙ্কর দাস বলেন, ” তিনি এই দাবি সনদ রাজ্য সমবায় ইউনিয়নকে প্রেরণ করবেন। জেলা সমবায় ইউনিয়ন হই তে যাহাতে দ্রুত সমবায় আইনের বই ও সমবায় পতাকা পাইতে পারেন সেই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন। হাওড়া রেঞ্জ নিবন্ধক‌‌‌ ও জেলা সমবায় ইউনিয়নের মূখ্য নির্বাহী আধিকারিকদ্বয়কে ডেপুটেশন প্রদান করার পর সংগঠনের জেলা সংগঠনের সভাপতি প্রতাপ কুমার পাঁজা এবং জেলা সম্পাদক দেবব্রত কর্মকার বলেন, ” আমাদের দেও দাবিগুলো যদি মানা না হয় তাহলে আগামী দিনে হাওড়া রেঞ্জ অফিসের সামনে জেলার সমবায় সমিতির কর্মচারীদের নিয়ে অবস্থান বিক্ষোভ করা হবে।

আলোচনা মূলক ডেপুটেশন প্রদান ‌

অভিজিৎ হাজরা, হাওড়া :- ‌” পশ্চিমবঙ্গ প্রাইমারী এগ্ৰিকালচার ক্রেডিট সোসাইটি পার্মানেন্ট এমপ্লয়িজ সংগঠন ” হাওড়া জেলা কমিটির উদ্যোগে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ কো – অপারেটিভ সোসাইটি হাওড়া রেঞ্জ নিবন্ধককে আলোচনা মূলক ডেপুটেশন প্রদান করা হয়। এই ডেপুটেশনে ৬ দফা দাবি করা হয়। দাবি গুলি হলো (১) গত ০১/০৯/ ২০২৫ তারিখে হাওড়া রেঞ্জ অফিসের নোটিসে (মেমো নং 1366/11-25/25) উল্লেখিত বিষয়ের উপর আলোচনা ও সিদ্ধান্ত গ্ৰহণ । (২) রাজ্যের সকল প্রাইমারী এগ্ৰিকালচার ক্রেডিট সোসাইটির কর্মচারীগণকে রোপা ২০১৯ মোতাবেক পে – স্কেল গঠন করে রাজ্য সরকারের প্রদেয় এড – হক গ্ৰান্ডকে পে – স্কেলের আওতায় এনে আইনী স্বীকৃতি দিতে হবে।(৩) সি,এস,পি ও এবং এফ,এম,এইচ প্রজেক্টের সাবসিডি দ্রুত সমবায় সমিতি গুলিকে প্রদান করতে হবে।(৪) এস,এইচ্ , জি ইন্টারেস্ট সাবসিডি -র বকেয়া টাকা যাহাতে দ্রুত গোষ্ঠী গুলি পাইতে পারে, তাহার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্ৰহণ করতে হবে।(৫) জেলার অন্তর্গত যে সকল সমিতি ইনয়্যাক্ টিভ হয়ে আছে, তাঁদের অ্যাক্ টিভ করা (যদি সম্ভব হয়) বা পাশের সমিতির সঙ্গে যুক্ত করে,উক্ত এলাকায় সমবায় সমিতির পরিষেবা প্রদানে উদ্যোগ গ্ৰহণ করতে হবে।(৬) জেলার অন্তর্গত সকল সমিতির জন্য ঋণ দাদন পলিসি তৈরিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্ৰহণ করতে হবে। হাওড়া জেলা অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ কো – অপারেটিভ সোসাইটি হাওড়া রেঞ্জ নিবন্ধক নিখাত পারভেজ সংগঠনের পক্ষ থেকে আলোচনা মূলক ডেপুটেশনের বিষয় গুলি ভালোভাবে শোনেন।এরপর নিখাত পারভেজ বলেন, ” ওনার পক্ষ থেকে যে দাবি গুলি সমাধান করা সম্ভব, তিনি সেই দাবি গুলি দ্রুত সমাধান করবেন। যে দাবি গুলি তাঁর দ্বারা সমাধান করা সম্ভব নয়, সেই দাবি গুলি রাজ্য সমবায় দপ্তরকে সমাধান করার জন্য পাঠাবেন ” । আলোচনা মূলক ডেপুটেশনে পশ্চিমবঙ্গ প্রাইমারী এগ্ৰিকালচার ক্রেডিট সোসাইটি পার্মানেন্ট এমপ্লয়িজ সংগঠন হাওড়া জেলা কমিটির পক্ষে জেলা সংগঠনের সভাপতি প্রতাপ কুমার পাঁজা, জেলা সম্পাদক দেবব্রত কর্মকার, জেলার সাংগঠনিক সম্পাদক শুভেন্দু মিশ্র সহ জেলা কমিটির সদস্য এবং জেলার অন্তর্গত বিভিন্ন ব্লক থেকে আগত ১৫ জন নেতৃত্ববৃন্দ। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ কো – অপারেটিভ সোসাইটি হাওড়া রেঞ্জ নিবন্ধককে ডেপুটেশন দেওয়ার পাশাপাশি জেলা সমবায় ইউনিয়নের মূখ্য নির্বাহী আধিকারিক শিবশঙ্কর দাস – কে ও আলোচনা মূলক ডেপুটেশন প্রদান করা হয়। এই ডেপুটেশনে মূখ্য নির্বাহী আধিকারিকের কাছে যে দাবি গুলি করা হয় তা হলো (১) জেলার প্রতিটি সমবায় সমিতিতে যাহাতে কমপক্ষে একটি করে সমিতির মালিক সভ্যদের সচেতনতা শিবির, (২) কর্মচারীদের সচেতনতা শিবির,(৩) জেলা সমবায় ইউনিয়ন থেকে যাহাতে সমবায় আইনের বই ,(৪) সমবায় পতাকা পাইতে পারে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংগঠনের প্রতিনিধিদের দাবিগুলি শুনে নির্বাহী আধিকারিক শিবশঙ্কর দাস বলেন, ” তিনি এই দাবি সনদ রাজ্য সমবায় ইউনিয়নকে প্রেরণ করবেন। জেলা সমবায় ইউনিয়ন হই তে যাহাতে দ্রুত সমবায় আইনের বই ও সমবায় পতাকা পাইতে পারেন সেই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন। হাওড়া রেঞ্জ নিবন্ধক‌‌‌ ও জেলা সমবায় ইউনিয়নের মূখ্য নির্বাহী আধিকারিকদ্বয়কে ডেপুটেশন প্রদান করার পর সংগঠনের জেলা সংগঠনের সভাপতি প্রতাপ কুমার পাঁজা এবং জেলা সম্পাদক দেবব্রত কর্মকার বলেন, ” আমাদের দেও দাবিগুলো যদি মানা না হয় তাহলে আগামী দিনে হাওড়া রেঞ্জ অফিসের সামনে জেলার সমবায় সমিতির কর্মচারীদের নিয়ে অবস্থান বিক্ষোভ করা হবে।