মোহাম্মাদ শাহজাহান আনসারী,বাঁকুড়া:-মঙ্গলবার সারা ভারত কৃষি মজুর সমিতির পক্ষ থেকে বাঁকুড়ার জেলা শাসককে একটি স্মারকলিপি প্রদান করা হয় । বারো দফা দাবি সম্বলিত এই স্মারকলিপি প্রদানের নেতৃত্ব দেন সংগঠনের জেলা সম্পাদক বাবলু ব্যানার্জি । এর আগে তামলিবাঁধ থেকে চারশোরও বেশি শ্রমিক কৃষক মিছিলে অংশগ্রহণ করে জেলা শাসকের দপ্তরে আসেন । এই বিষয়ে বাবলু ব্যানার্জি জানান যে তাঁদের দাবি হল বনবাসীদের জমির অধিকার স্বরূপ পাট্টা ও পরচা দিতে হবে । লকডাউনের ফলে যেহেতু মানুষের হাতে টাকা নেই তাই সকলের বিদ্যুতের বিল মকুব করতে হবে । এরই সাথে তিনি বিষ্ণপুর পৌরসভায় কর্মরত দেড়শোর বেশি অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ ও গত তিন মাসের বকেয়া বেতন মেটানোর দাবি করেন । তাঁর আরও দাবি যে লকডাউনে কাজ হারানো সমস্ত মানুষকে মাসে দশ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে । এরই সাথে আরও বেশ কয়েকটি দাবির পক্ষে তাঁরা সওয়াল করেন । মঙ্গলবারের এই কর্মসূচিতে সারা ভারত কিষাণ মহাসভার বৈদ্যনাথ চীনা আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চের সুধীর মূর্মু ও বিষ্ণুপুর পৌরসভা সংগ্রামী শ্রমিক কর্মচারী ইউনিয়নের ফারহান হোসেন খান সহ আরও বহু বামপন্থী নেতা ও কর্মী উপস্থিত ছিলেন।