খাদিমুল ইসলাম, বানারহাট :-এস আই আর আবহের মধ্যেই গয়েরকাটায় ভোট বয়কটের ডাক দিয়ে অবস্থান-বিক্ষোভে শাসক ও বিরোধী দুই শিবিরের কর্মী-সমর্থকরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় কোনও উন্নয়ন হয়নি। উপনির্বাচনের সময় নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও, তা আজও বাস্তবায়িত হয়নি। তাই প্রতারণার অভিযোগ তুলে শাসক দলের একাংশ ও বিরোধী শিবিরের যৌথ উদ্যোগে আন্দোলনে নেমেছেন এলাকাবাসী।
এদিন গয়েরকাটার নেতাজি মূর্তির পাদদেশে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে অবস্থান-বিক্ষোভে সামিল হন শাসক ও বিরোধী দলের কয়েকজন স্থানীয় নেতা। হাতে প্ল্যাকার্ড, পোস্টার দাবি, “প্রতিশ্রুতি না মানলে ভোট নয়।”
অভিযোগ, গয়েরকাটায় থানা, হাসপাতাল ও দমকল কেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি দিয়েই মাদারিহাট বিধানসভার উপনির্বাচনে জয়লাভ করেছিল শাসক দল। কিন্তু সেই প্রতিশ্রুতি এখনও কাগজেই রয়ে গেছে। এরই প্রতিবাদে নেতাজি মূর্তির পাদদেশে শুরু হয়েছে লাগাতার অবস্থান।
এই প্রথম কোনও ইস্যুতে শাসক দলের একাংশ ও বিরোধী শিবির একত্রে ভোট বয়কটের ডাক দেওয়ায় রীতিমতো অস্বস্তিতে রাজ্যের শাসক দল। এখন নজর গয়েরকাটার ভোটবাক্সে এলাকাবাসী কতটা বাস্তবে এই ‘ভোট বয়কট’ কার্যকর করতে পারেন, সেটাই দেখার।


