সৌরভ দাশ, হাসনাবাদ: আগামী ১৭ ই সেপ্টেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীর সত্তর তম জন্মদিবস।এই উপলক্ষ্যে
সারা দেশ ব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করছে বিজেপি। সতেরোই সেপ্টেম্বরের আগে ও পরের বেশ কয়েকদিন দিন ব্যাপী টাকী হাসনাবাদেও বিভিন্ন সেবা কার্য্যের পরিকল্পনা করা হয়েছে বিজেপির পক্ষ থেকে।ইতিমধ্যে টাকী পৌর মন্ডল বিজেপি র পক্ষ থেকে টাকী গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ও চিকিৎসার জন্য আসা সত্তর জন কে ফল প্রদান করা হয়েছে, আগামী দিনে বৃক্ষরোপন, রক্তদান শিবির ও অসহায় ও বিশেষ ভাবে সক্ষম দের সহায়তার জন্য কর্মসূচী নির্দিষ্ট করেছে বিজেপি।
বুধবার হাসনাবাদ বনবিবি সেতুতে টাকী পৌর বিজেপি মন্ডলের পক্ষ থেকে স্বচ্ছতা অভিযানের আয়োজন করা হয়।সেতুতে পড়ে থাকা পলিথিন ব্যাগ থেকে নোংরা আবর্জনা পরিস্কার করেন বিজেপি কর্মী সমর্থক রা।
উপস্থিত ছিলেন বিজেপির বসিরহাট সাংগাঠনিক জেলার সভাপতি তারক ঘোষ, টাকী পৌর মন্ডলের সভাপতি রঞ্জিত ঘোষ, স্থানীয় বিজেপি নেতা অরবিন্দ মন্ডল সহ অসংখ্য কর্মী সমর্থক রা।স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরেই চলে এই স্বচ্ছতা অভিযান।