আর্জেন্টিনাকে কেন্দ্র করে কলকাতা বইমেলা

ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:– আর্জেন্টিনাকে ফোকাস করে শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক বই মেলা। পশ্চিমবঙ্গের অন্যতম বৃহৎ উৎসব আন্তর্জাতিক কলকাতা বইমেলা। ৪৯তম বইমেলার উদ্বোধন হবে ২২ জানুয়ারি ২০২৬, চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত, স্থান সল্টলেক। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী; উপস্থিত থাকবেন দেশ–বিদেশের বিশিষ্ট সাহিত্যিক ও অতিথিবৃন্দ। গিল্ড কৃতজ্ঞতা জানিয়েছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর ও সহযোগী সংস্থাকে প্রাঙ্গণের উন্নয়ন ও আয়োজনে সমর্থনের জন্য। ২০২৫ সালের মেলায় ২৭ লক্ষ দর্শক এসেছিলেন, বিক্রি হয়েছিল ২৩ কোটি টাকার বই। নতুন প্রকাশকদের আগ্রহ সত্ত্বেও স্থান সংকীর্ণতার কারণে এবার স্টলের সংখ্যা বাড়ানো সম্ভব নয়। এই প্রথম ফোকাল থিম কান্ট্রি হিসেবে অংশ নিচ্ছে আর্জেন্তিনা, যাদের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। গিল্ড আশা করছে, এই অংশগ্রহণ দুদেশের সম্পর্ক আরও দৃঢ় করবে। আর্জেন্তিনা দূতাবাসের প্রতিনিধিরা উদ্বোধনী আয়োজনে উপস্থিত থাকবেন। ২০২৭ সালের সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হবে আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী—১৯৭৬ থেকে ১৯৯৬ পর্যন্ত ময়দানে আয়োজিত বইমেলার দুর্লভ ছবিগুলি থেকে সেরা দশটি ছবিকে পুরস্কৃত করা হবে। নির্বাচিত ছবি ২০২৬ সালের প্রেস কর্ণারে প্রদর্শিত হবে। ছবি পাঠানোর শেষ তারিখ ১০ ডিসেম্বর ২০২৫। ২০২৬ সালের মেলায় অংশ নেবে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, স্পেন, পেরু, কলম্বিয়া, জাপান, থাইল্যান্ড ও লাতিন আমেরিকার অন্যান্য দেশ। ভারতের বিভিন্ন রাজ্যের প্রকাশকরাও উপস্থিত থাকবেন। থাকবে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন, চিলড্রেনস কর্নার ও নানা আকর্ষণ। কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল (KLF) অনুষ্ঠিত হবে ২৪ ও ২৫ জানুয়ারি। গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে ও সাধারণ সম্পাদক ত্রিদিব কৃষ্ণ চ্যাটার্জী সকল পাঠক, লেখক ও প্রকাশককে আসন্ন বই উৎসবে আন্তরিক স্বাগত জানিয়েছেন। উপস্থিত ছিলেন গিল্টের সভাপতি সুধাংশু শেখর দে, মিসেস আনন্দী কুইপো রিয়াভিটজ, কনস্যুলার সেকশনের প্রধান, রাজু বর্মণ, কোষাধ্যক্ষ, গিল্ড সুদীপ্ত দে, নির্বাহী কমিটির সদস্য ত্রিদিব কৃষ্ণ চ্যাটার্জী, মাননীয় সাধারণ সম্পাদক, গিল্ড এশা চ্যাটার্জী, নির্বাহী কমিটির সদস্য মিঃ আন্দ্রেস সেবাস্তিয়ান রোজাস, কাউন্সেলর শুভঙ্কর দে, নির্বাহী কমিটির সদস্য।

আর্জেন্টিনাকে কেন্দ্র করে কলকাতা বইমেলা

ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:– আর্জেন্টিনাকে ফোকাস করে শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক বই মেলা। পশ্চিমবঙ্গের অন্যতম বৃহৎ উৎসব আন্তর্জাতিক কলকাতা বইমেলা। ৪৯তম বইমেলার উদ্বোধন হবে ২২ জানুয়ারি ২০২৬, চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত, স্থান সল্টলেক। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী; উপস্থিত থাকবেন দেশ–বিদেশের বিশিষ্ট সাহিত্যিক ও অতিথিবৃন্দ। গিল্ড কৃতজ্ঞতা জানিয়েছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর ও সহযোগী সংস্থাকে প্রাঙ্গণের উন্নয়ন ও আয়োজনে সমর্থনের জন্য। ২০২৫ সালের মেলায় ২৭ লক্ষ দর্শক এসেছিলেন, বিক্রি হয়েছিল ২৩ কোটি টাকার বই। নতুন প্রকাশকদের আগ্রহ সত্ত্বেও স্থান সংকীর্ণতার কারণে এবার স্টলের সংখ্যা বাড়ানো সম্ভব নয়। এই প্রথম ফোকাল থিম কান্ট্রি হিসেবে অংশ নিচ্ছে আর্জেন্তিনা, যাদের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। গিল্ড আশা করছে, এই অংশগ্রহণ দুদেশের সম্পর্ক আরও দৃঢ় করবে। আর্জেন্তিনা দূতাবাসের প্রতিনিধিরা উদ্বোধনী আয়োজনে উপস্থিত থাকবেন। ২০২৭ সালের সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হবে আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী—১৯৭৬ থেকে ১৯৯৬ পর্যন্ত ময়দানে আয়োজিত বইমেলার দুর্লভ ছবিগুলি থেকে সেরা দশটি ছবিকে পুরস্কৃত করা হবে। নির্বাচিত ছবি ২০২৬ সালের প্রেস কর্ণারে প্রদর্শিত হবে। ছবি পাঠানোর শেষ তারিখ ১০ ডিসেম্বর ২০২৫। ২০২৬ সালের মেলায় অংশ নেবে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, স্পেন, পেরু, কলম্বিয়া, জাপান, থাইল্যান্ড ও লাতিন আমেরিকার অন্যান্য দেশ। ভারতের বিভিন্ন রাজ্যের প্রকাশকরাও উপস্থিত থাকবেন। থাকবে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন, চিলড্রেনস কর্নার ও নানা আকর্ষণ। কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল (KLF) অনুষ্ঠিত হবে ২৪ ও ২৫ জানুয়ারি। গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে ও সাধারণ সম্পাদক ত্রিদিব কৃষ্ণ চ্যাটার্জী সকল পাঠক, লেখক ও প্রকাশককে আসন্ন বই উৎসবে আন্তরিক স্বাগত জানিয়েছেন। উপস্থিত ছিলেন গিল্টের সভাপতি সুধাংশু শেখর দে, মিসেস আনন্দী কুইপো রিয়াভিটজ, কনস্যুলার সেকশনের প্রধান, রাজু বর্মণ, কোষাধ্যক্ষ, গিল্ড সুদীপ্ত দে, নির্বাহী কমিটির সদস্য ত্রিদিব কৃষ্ণ চ্যাটার্জী, মাননীয় সাধারণ সম্পাদক, গিল্ড এশা চ্যাটার্জী, নির্বাহী কমিটির সদস্য মিঃ আন্দ্রেস সেবাস্তিয়ান রোজাস, কাউন্সেলর শুভঙ্কর দে, নির্বাহী কমিটির সদস্য।