20, Oct-2020 || 11:46 am
Home জেলা নিট এর পরিক্ষার দিন তৃণমূলের মিছিল বাঁকুড়ার বড়জোড়ায় সেই নিয়ে শাসক বিরোধীর...

নিট এর পরিক্ষার দিন তৃণমূলের মিছিল বাঁকুড়ার বড়জোড়ায় সেই নিয়ে শাসক বিরোধীর তড়জা

মলয় সিংহ, বাঁকুড়া : আজ সকাল ১১টা নাগাদ বাঁকুড়ার বড়জোড়ার দূর্গাপুর – বাঁকুড়া রাজ্য সড়কের উপর তৃণমূল , কেন্দ্রীয় সরকারের রাজ্যের উপর বঞ্চনার প্রতিবাদে এবং রাজ্য বিজেপির সভাপতি দীলিপ ঘোষ পুলিশের বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য করেছে তার প্রতিবাদে আজ এই মিছিল আয়োজন করে । বিজেপির অভিযোগ – আজ নিটের পরিক্ষা আজকের দিনে এই মিছিল পরীক্ষার্থীদের ভোগান্তির শিকার করিয়েছে শাসক দল । প্রায় ঘন্টা খানেক পরীক্ষার্থীদের গাড়ি আটকে যায় এবং পুলিশের সামনেই কোনোরকম সামাজিক দূরত্ব না মেনেই এই মিছিল অনুষ্ঠিত হয় এমনটাই অভিযোগ করেছে বড়জোড়া বিজেপি নেতৃত্ব। অপরদিকে শাসক দলের বক্তব্য কোনোরকম বিধি নিষেধ তারা অমান্য করেনি পুলিশ প্রশাসন ও তাদের দলের ছেলেরা পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সু ব্যবস্থা করেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

তৃণমূল কংগ্রেস মহিলা শাখার পাশাপাশি শুরু করলো বঙ্গজননী সংগঠন

প্রদীপ মজুমদার, নদীয়াঃ তৃণমূলের মহিলা শাখার ওপর আর ভরসা না থাকায় তৃণমূল কংগ্রেস মহিলা শাখার পাশাপাশি শুরু করলো বঙ্গজননী সংগঠন।এই সংগঠনের কাজ...

বাঘমুন্ডি ব্লক কংগ্রেসের ডাকে প্রতিবাদ মিছিল

বাপ্পা রায়, বাঘমুন্ডি, পুরুলিয়া, ১৮ অক্টোবর :- রবিবার পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লক কংগ্রেসের ডাকে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের বিভিন্ন দুর্নীতির দাবি...

নদীয়ার বাদকুল্লার সুরভী স্থানে ২৬৮ নম্বর বুথ তৃণমূল কংগ্রেস কমিটি এক স্বেচ্ছায় রক্তদান শিবির

প্রদীপ মজুমদার, নদীয়াঃ রক্তদান জীবন দান আর রক্ত দিয়ে প্রাণ বাঁচান। বর্তমান করোনা আবহে রাজ্যে রক্ত সংকট দেখা গেছে। রক্তের প্রয়োজন থাকলেও...

আজ তাঁদের পরিবারের প্রয়োজন ফুরিয়েছে তাই আজ তাঁদের ঠিকানা বৃদ্ধাশ্রম

প্রদীপ মজুমদার,নদীয়া: একসময় ওদেরও ছিল ভরা সংসার, ছিল ছেলে, মেয়ে, পুত্রবধূ ,জামাই,নাতি নাতনি। ভোর থেকে রাত পর্যন্ত ওরা শুনতে পেতেন ছেলেমেয়েদের বাবা,মা...