মলয় সিংহ, বাঁকুড়া : আজ সকাল ১১টা নাগাদ বাঁকুড়ার বড়জোড়ার দূর্গাপুর – বাঁকুড়া রাজ্য সড়কের উপর তৃণমূল , কেন্দ্রীয় সরকারের রাজ্যের উপর বঞ্চনার প্রতিবাদে এবং রাজ্য বিজেপির সভাপতি দীলিপ ঘোষ পুলিশের বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য করেছে তার প্রতিবাদে আজ এই মিছিল আয়োজন করে । বিজেপির অভিযোগ – আজ নিটের পরিক্ষা আজকের দিনে এই মিছিল পরীক্ষার্থীদের ভোগান্তির শিকার করিয়েছে শাসক দল । প্রায় ঘন্টা খানেক পরীক্ষার্থীদের গাড়ি আটকে যায় এবং পুলিশের সামনেই কোনোরকম সামাজিক দূরত্ব না মেনেই এই মিছিল অনুষ্ঠিত হয় এমনটাই অভিযোগ করেছে বড়জোড়া বিজেপি নেতৃত্ব। অপরদিকে শাসক দলের বক্তব্য কোনোরকম বিধি নিষেধ তারা অমান্য করেনি পুলিশ প্রশাসন ও তাদের দলের ছেলেরা পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সু ব্যবস্থা করেন ।