বাঁকুড়ায় রেললাইন থেকে যুবকের দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

মোহাম্মদ শাজাহান আনসারী, বাঁকুড়া: বাঁকুড়ার বেলিয়াতোড় থানার রামচন্দ্রপুর এলাকায় রেললাইন থেকে এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম সুজয় ঘোষ (২১)। স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে বাড়ি থেকে বাজারের উদ্দেশে বেরিয়েছিলেন তিনি। এরপর দুপুরে বেলিয়াতোড় স্টেশনের কাছে রামচন্দ্রপুর এলাকা থেকে তার দেহ উদ্ধার করে রেল পুলিশ।

পরিবার সূত্রে জানা গেছে, সুজয় বেলিয়াতোড় যামিনী রায় কলেজে পড়াশোনা সম্পন্ন করে বর্তমানে সোনামুখী সরকারি আইটিআই কলেজে পড়ছিলেন। কীভাবে ঘটনা ঘটল তা নিয়ে এখনো নিশ্চিত নন পরিবারের সদস্যরা। রেল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

বাঁকুড়ায় রেললাইন থেকে যুবকের দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

মোহাম্মদ শাজাহান আনসারী, বাঁকুড়া: বাঁকুড়ার বেলিয়াতোড় থানার রামচন্দ্রপুর এলাকায় রেললাইন থেকে এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম সুজয় ঘোষ (২১)। স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে বাড়ি থেকে বাজারের উদ্দেশে বেরিয়েছিলেন তিনি। এরপর দুপুরে বেলিয়াতোড় স্টেশনের কাছে রামচন্দ্রপুর এলাকা থেকে তার দেহ উদ্ধার করে রেল পুলিশ।

পরিবার সূত্রে জানা গেছে, সুজয় বেলিয়াতোড় যামিনী রায় কলেজে পড়াশোনা সম্পন্ন করে বর্তমানে সোনামুখী সরকারি আইটিআই কলেজে পড়ছিলেন। কীভাবে ঘটনা ঘটল তা নিয়ে এখনো নিশ্চিত নন পরিবারের সদস্যরা। রেল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।