হীরক মুখোপাধ্যায় (১১ সেপ্টেম্বর ‘২০):- ‘এমাজন ফ্যাশন’-এর মাধ্যমে বাজারে ‘অডিও সানগ্লাস’ আনল ভারতীয় কোম্পানী ‘ফাস্টরাক’। আজ ব্যাঙ্গালুরু থেকে এই বিষয়ে সংবাদমাধ্যমকে সূচনা দেওয়া হয়েছে।
ইনবিল্ট ব্লুটুথ, স্পিকার ও মাইক সহ উপলব্ধ এই ‘অডিও সানগ্লাস’ চলবে রিচার্জেবল লিথিয়াম ব্যাটারির মাধ্যমে। একবার চার্জ দেওয়ার পর একনাগাড়ে দৈনন্দিন ফোন কল, নেভিগেশন, মিউজিক ৩ ঘণ্টা ধরে শোনা যাবে।
‘অডিও সানগ্লাস’ সেটে থাকছে মাইক্রো ইউএসবি কার্ড, পাওয়া যাবে আল্ট্রা ভায়োলেট ৪০০ সুরক্ষা। ‘অডিও সানগ্লাস’-এর মাধ্যমে মিলবে আবহাওয়া ও যানচলাচলের সর্বশেষ খবর।
ভারতীয় মূল্যে ৩,৪৯৯ টাকায় নীল, কালো ও স্বচ্ছ রঙে আপাতত পাওয়া যাবে ‘অডিও সানগ্লাস’।