মোহাম্মাদ শাহজাহান আনসারী,বাঁকুড়া:-শনিবার আসনসোলে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁকে গ্রেফতার করা হয় । এরই প্রতিবাদে শনিবার এই রাজ্যের বিভিন্ন স্থানে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে পথ অবরোধ করা হয় । বিক্ষোভকারীরারা পুলিশের এই কাজকে ধিক্কার জানান । বিজেপি যুব মোর্চার এক নেতা রীতিমতো চ্যালেঞ্জের সুরে বলেন যে এই রাজ্যের পুলিশ টি এম সির দলদাসে পরিণত হয়েছে । কিন্তু আগামী দিনে যখন এই রাজ্যে নির্বাচন হবে তখন মানুষ এর জবাব দেবে । তিনি বলেন যে পুলিশের উচিত উর্দি খুলে দিয়ে তৃণমূল কংগ্রেসের ঝাণ্ডা হাতে নিয়ে নেওয়া । এরই সাথে তিনি জানান যে আগামী দিনে তাঁদের এই আন্দোলন অব্যাহত থাকবে তাঁরা দেখতে চান পুলিশের কাছে কতবড় লকআপ আছে যাতে বিজেপির সমস্ত কর্মীকে জেলে ঢোকাতে পারে । অন্যদিকে আরও এক যুব মোর্চার নেতা জানান যে যেভাবে সৌমিত্র খাঁকে গ্রেফতার করা হয়েছে তার প্রতিবাদে বিষ্ণুপুর এলাকায় বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে দশ মিনিটের প্রতীকী পথ অবরোধ করা হয় যাতে মানুষের অসুবিধা না হয় ।