মোহাম্মাদ শাহজাহান আনসারী,বাঁকুড়া:-পশ্চিমবঙ্গের রাজ্য সরকার স্বৈরাতান্ত্রিক এই অভিযোগ তুলে শনিবার রাজ্য বি জে পি র পক্ষ থেকে এই রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখান হয় । এরই অঙ্গস্বরুপ শনিবার বাঁকুড়ার লাল বাজার এলাকায় বাঁকুড়া জেলা বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয় । এই কর্মসূচিতে অংশগ্রহণকারী বিজেপি কর্মীরা রাজ্য সরকারের বিরুদ্ধে মুহুর্মুহু শ্লোগান দেন । তাঁরা দাবি করেন যে আগামী নির্বাচনে রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে উৎখাত করবে । আসলে শনিবার আসানসোল বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁকে গ্রেফতার করা হয়েছে । তারই প্রতিবাদে লাল বাজারের কেরানী বাঁধে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে অবরোধ করা হয় । এই বিষয়ে এক বিক্ষোভকারী বিজেপি যুব মোর্চার সদস্য বলেন যে শনিবার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ আসনসোলে পুলিশ কমিশনার অফিস ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন তখন তাঁকে অনৈতিক ভাবে গ্রেফতার করা হয় । তিনি বলেন যে শুধু তাঁদের দলের নেতা নন যখন এই রাজ্যের যুব সমাজ বেকারত্ব নিয়ে এই রাজ্য সরকারকে প্রশ্ন করে তখন এই ভাবেই পুলিশ দিয়ে তাদের কণ্ঠরোধ করা হয় । যদিও তিনি দাবি করেন যে বিজেপিকে এভাবে ভয় দেখিয়ে আটকানো যাবে না । তিনি দাবি করেন যে পশ্চিমবঙ্গের মসনদে তৃণমূল কংগ্রেসের দিন ফুরিয়ে এসেছে তাই তারা এভাবে মানুষের ওপর অত্যাচার করছে ।