হীরক মুখোপাধ্যায় (৭ সেপ্টেম্বর ‘২০):- ২০১২ সালে ‘এলাইভ ইজ অসম’ শব্দবন্ধের আড়ালে প্রস্তুত ‘সিন্থল লাইম’ ও ‘সিন্থল কুল’-এর প্রচারাভিযানকে নতুন করে বিন্যস্ত করল ‘সিন্থল’।
‘গোদরেজ কনজিউমার প্রোডাক্টস লিমিটেড’-এর ভারত ও সার্কভুক্ত দেশের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সুনীল কাটারিয়া আজ মুম্বাইতে জানান, “২০১২ সালের পর ২০২০ সালে এসে জনপ্রিয় দুই সাবানের জন্য নতুন করে টিভি ক্যাম্পেন তৈরী করা হয়েছে।”