হীরক মুখোপাধ্যায় (৯ সেপ্টেম্বর ‘২০):- ‘তাঁতঘর ফিল্মস’ ও ‘রংরেজ’-এর যৌথ উদ্যোগে আগামী ১৯ সেপ্টেম্বর বাংলা খেয়াল ভিত্তিক ডিজিটাল কনসার্ট ‘এক বিশ্ব সুমন’ নিয়ে হাজির হচ্ছেন কবীর সুমন।
আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে, “নির্ধারিত দিনে ভারতীয় সময় রাত ৮ টায় এই অনুষ্ঠান শুরু হবে। দর্শক ও শ্রোতাগণ যাঁর যাঁর নিজস্ব বাসভবন থেকেই এই অনুষ্ঠানের আনন্দ নিতে পারবেন।”
খেয়াল ভিত্তিক এই গানের অনুষ্ঠানে কবীর সুমনের সাথে হারমোনিয়াম-এ জ্যোতির্ময় ব্যানার্জি, তবলা-য় কুন্তল দাস, স্বরমণ্ডল-এ রাকা ভট্টাচার্য সহ নৃত্যে লোকেশ্বরী দাশগুপ্ত-কে দেখা যাবে।
আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে, “লাইভ গ্লোবাল ডিজিটাল কনসার্ট চাক্ষুস করার জন্য দর্শকদের ২০০ টাকা খরচ করতে হবে।
জী পে, ফোন পে এবং লিপি-র মাধ্যমে অনীক চক্রবর্তী (ফোন নম্বর: ৮৩৩৫০ ৫০৩৬৬)-র একাউন্টে বা পে টিএম-এর মাধ্যমে তিথি চট্টোপাধ্যায় (ফোন নম্বর: ৯৮৩৬৯ ৩১১২১)-এর একাউন্টে টাকা পাঠিয়ে প্রমান হিসেবে স্ক্রিন শট তুলে তা ৮৩৩৪০ ৬৭২৫২ নম্বরে হোয়াটসএপ করলে তবেই এই অনুষ্ঠান দেখা যাবে।”
অতিমারীর সময় কবীর সুমনের এই অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যে রাজ্যে এক উন্মাদনা সৃষ্টি হয়েছে। কোরোনা আবহে প্রায় ৬ মাস ধরে একপ্রকার গৃহবন্দি হয়ে রয়েছে সমগ্র দেশ। সংস্কৃতির শহর বলে কথিত কোলকাতার নাগরিকরাও বন্দী জীবন কাটাতে বাধ্য হচ্ছেন। এই রকম এক আবহে কবীর সুমনের ডিজিটাল কনসার্ট যেন এক মুক্ত বাতাস। কবীর সুমনের হাত ধরে আপাতত এই মুক্ত বাতাসে ভাসতে চলেছে কোলকাতাবাসী।