মহম্মদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:- বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়াম হলে বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো আজ বুধবার। মহিলা কর্মী সভার আয়োজন করেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও সমগ্র কর্মীসভাটি পরিচালনা করেন বাঁকুড়া সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী বিশ্বরুপা তথা মৌ সেনগুপ্ত। সভায় উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী, মন্ত্রী জ্যোস্না মান্ডি, বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রাই, বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার, বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তারাশঙ্কর রায়, বাঁকুড়া সাংগঠনিক জেলা মহিলা সভানেত্রী বিশ্বরূপা সেনগুপ্ত, তালডাংরা বিধানসভার বিধায়ক ফাল্গুনী সিংহবাবু সহ জেলার নেতা নেত্রীরা। রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আসন্ন ২০২৬ সালের নির্বাচনের জন্য মহিলাদের প্রস্তুত হওয়ার এবং মাঠে নামার আহ্বান জানান। নেত্রী বলেন, বাঁকুড়া এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের মহিলারাই কেবল ১২টি বিধানসভা আসন জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তিনি মহিলা কর্মীদের নির্বাচনের আগে নিজেদের সংগঠিত করার পরামর্শও দেন। অন্যান্য বক্তারাও অনুষ্ঠানে তাদের মতামত ব্যক্ত করেন।


