রাজীব দত্ত, রাজারহাট: এবার করোণা আক্রান্ত হলেন বিধাননগরের পুরো নিগমের ডেপুটি মেয়র শ্রী তাপস চট্টোপাধ্যায়। বিগত দিন গুলোতে তিনি বিধান নগর পুরো নিগমের নানান এলাকায় করণা আক্রান্ত রোগীদের ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
লকডাউন এর প্রথম দিন থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে তাদের সুখ-দুঃখের সাথী হয়ে ছিলেন। আজ ভরে তিনি একটি বেসরকারি হসপিটালে ভর্তি হন। তার পরিবারের কোনো সদস্যর এখন পর্যন্ত কোন সংক্রমনের খবর পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের পরীক্ষা করানো হবে । স্থানীয় সূত্রের খবর অনুযায়ী বর্তমানে শ্রী তাপস চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা আগের থেকে উন্নতি ঘটেছে। সমগ্র এলাকাবাসী তার দ্রুত আরোগ্য কামনা করছি।