ঋদ্ধি ভট্টাচার্য, কোলকাতা:- বাঙ্গালীদের ১২ মাসে ১৩ পার্বন। বাঙ্গালীদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শেষ হয়েছে বেশ কিছুদিন আর শক্তির আরাধনা কালি পুজোর শেষ লগ্নে সেই পূজোকে আরো বেশি জাঁকজমক পূর্ণ করতে প্রীতি-ক্রিয়েশনয়ের কর্ণধার প্রীতি মন্ডল স্বয়ং তাদের দ্বারা আয়োজিত করলো দিওয়ালি ও হ্যালোইন শুট। বেশ কিছু মডেলকে মেকআপ শিল্পী তাদের প্রতিভা দেখানোর জন্য সৌন্দর্য বৃদ্ধি করলো এই শুটের মাধ্যমে। এমন একটি শুটে মডেলদের মধ্যে উপস্থিত ছিলেন সুনিতা দাস, মোনালিসা নাগ, আয়ুশি দাস, রূপসা দাস ও প্রীতি মন্ডল স্বয়ং। মেকআপ আর্টিস্টদের মধ্যে যারা তাদেরকে সাজিয়ে তুললেন তারা হল প্রতীক্ষা কুন্ডু, জয়ন্তী ঘোষ ও সোমা মন্ডল। বহু সংস্থায়ী কলকাতার বুকে এমন অনেক শুটের আয়োজন করেন এবং তার মধ্যে প্রীতি মন্ডল ক্রিয়েশন ইতিমধ্যেই একটি চিরস্থায়ী জায়গা করে নিয়েছে তার কাজে মাধ্যমে যেখানে মডেলরা তার সংস্থার মাধ্যমে প্রচুর কাজ ইতিমধ্যে করছেন এবং আগামী প্রজন্মের মডেলদের পথপ্রদর্শক হিসেবে নিয়ে চলেছেন।