টোটো চুরি কাণ্ডে বড়সড়ো সাফল্য পেল ছাতনা পুলিশ, গ্রেপ্তার ২

মহম্মদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:-ছাতনা – গত ১৪ এবং ১৫ তারিখ রাত্রে ছাতনা থানার অন্তর্গত ঝুঞ্জকা গ্রাম পঞ্চায়েতের জুগুনথোল, পেঁচাশিমুল ও বিশকোদর গ্রাম থেকে তিন’টি টোটো চুরি হয়। বাড়ির সামনে থেকে টোটো চুরি হওয়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পেঁচাশিমুল গ্রামের বাসিন্দা টোটো চালক সমীরন দাস গতকাল ছাতনা থানায় টোটো চুরির বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত ঘটনার লিখিত অভিযোগের ভিত্তিতে ছাতনা থানায় একটি চুরির মামলা রুজু করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, টোটো গুলিকে দুষ্কৃতীরা হাউসীর জঙ্গলে লুকিয়ে রেখেছিল এবং তিনটে টোটো থেকে মোট ১২ টি ব্যাটারি নিয়ে তারা পালিয়ে যায়। অভিযোগের ১২ ঘণ্টার মধ্যেই তদন্তে উঠে আসা দুই ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ এবং মোট ৩টি চুরি যাওয়া টোটোসহ ১২টি ব্যাটারি উদ্ধার করা হয়। অভিযুক্ত মনিরুল শেখ (৩০+) ও শেখ শফিউল (৩০+) টোটো চুরি কাণ্ডে ধৃত এই দুজনকে আজ বাঁকুড়া জেলা আদালতে পাঠালো ছাতনা থানা পুলিশ। এই টোটো চুরি কাণ্ডে আর কেউ যুক্ত রয়েছে কিনা এ ব্যাপারে তদন্ত শুরু করেছে ছাতনা থানা পুলিশ।

টোটো চুরি কাণ্ডে বড়সড়ো সাফল্য পেল ছাতনা পুলিশ, গ্রেপ্তার ২

মহম্মদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:-ছাতনা – গত ১৪ এবং ১৫ তারিখ রাত্রে ছাতনা থানার অন্তর্গত ঝুঞ্জকা গ্রাম পঞ্চায়েতের জুগুনথোল, পেঁচাশিমুল ও বিশকোদর গ্রাম থেকে তিন’টি টোটো চুরি হয়। বাড়ির সামনে থেকে টোটো চুরি হওয়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পেঁচাশিমুল গ্রামের বাসিন্দা টোটো চালক সমীরন দাস গতকাল ছাতনা থানায় টোটো চুরির বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত ঘটনার লিখিত অভিযোগের ভিত্তিতে ছাতনা থানায় একটি চুরির মামলা রুজু করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, টোটো গুলিকে দুষ্কৃতীরা হাউসীর জঙ্গলে লুকিয়ে রেখেছিল এবং তিনটে টোটো থেকে মোট ১২ টি ব্যাটারি নিয়ে তারা পালিয়ে যায়। অভিযোগের ১২ ঘণ্টার মধ্যেই তদন্তে উঠে আসা দুই ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ এবং মোট ৩টি চুরি যাওয়া টোটোসহ ১২টি ব্যাটারি উদ্ধার করা হয়। অভিযুক্ত মনিরুল শেখ (৩০+) ও শেখ শফিউল (৩০+) টোটো চুরি কাণ্ডে ধৃত এই দুজনকে আজ বাঁকুড়া জেলা আদালতে পাঠালো ছাতনা থানা পুলিশ। এই টোটো চুরি কাণ্ডে আর কেউ যুক্ত রয়েছে কিনা এ ব্যাপারে তদন্ত শুরু করেছে ছাতনা থানা পুলিশ।