31, Oct-2020 || 01:05 pm
Home খেলা ‘‘খুব কঠিন উইকেটে টেস্ট ম্যাচের মতো’’: করোনা প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়

‘‘খুব কঠিন উইকেটে টেস্ট ম্যাচের মতো’’: করোনা প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়

করোনা অতিমারীর সঙ্গে বিপজ্জনক উইকেটে টেস্ট খেলার তুলনা করলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় । ভারতের প্রাক্তন অধিনায়ক লকডাউনের সময়ে দেশের মানুষের জীবন সম্পর্কে জানালেন। সারা বিশ্বে করোনার প্রকোপে মারা গিয়েছে ২.৪ লক্ষেরও বেশি মানুষ। সংক্রমণ ছাড়িয়েছে ৩৪ লক্ষেরও বেশি মানুষের শরীরে। ফিভার নেটওয়ার্কের ‘১০০ ঘণ্টা ১০০ তারকা’ অনুষ্ঠানে কথা বলার সময় তিনি বলেন, ‘‘পরিস্থিতিটা একটা ভয়ঙ্কর উইকেটে টেস্ট ম্যাচ খেলার মতো। বল সিম করছে, স্পিনও। ব্যাটসম্যানকে একটুও ভুল করলে চলবে না।” তিনি বলেন, ‘‘সুতরাং ব্যাটসম্যানকে রানও করতে হবে আবার উইকেটও বাঁচিয়ে রাখতে হবে ন্যূনতম ভুলচুক না করে। এবং টেস্ট ম্যাচটা জিততেও হবে।”

এভাবেই ক্রীড়াজগতের সঙ্গে স্বাস্থ্য সঙ্কটকে মিলিয়ে দিয়েছেন বাংলার মহারাজ। নিজের কেরিয়ারে ঘূর্ণি উইকেট বা পেস সহায়ক পিচে বোলারদের মহড়া নিতে দেখা গিয়েছে তাঁকে। সেই স্মৃতি উসকে সৌরভ বলছেন, ‘‘এটা খুবই কঠিন। কিন্তু আমরা আশা করি আমরা একসঙ্গে এই ম্যাচ জিততে পারব।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা

অর্পিতা সিনহা,বাঁকুড়া:(৩০অক্টোবর,২০২০): ভারতবর্ষে বহু প্রাচীনকাল থেকেই লক্ষ্মী পূজার প্রচলন আছে । ঋক বৈদিক যুগে লক্ষীপূজার কোনও সরাসরি উল্লেখ না থাকলেও " শ্রী...

উৎসবের মরশুমে বাজারে সোফা ও বেডসেট আনল গোদরেজ ইন্টেরিও

হীরক মুখোপাধ্যায় (৩০ অক্টোবর '২০):- উৎসবের মরশুমে পশ্চিমবঙ্গের ক্রেতাদের জন্য বাজারে নতুন মনোলোভা সোফা ও বেডসেট আনল 'গোদরেজ ইন্টেরিও'।

মা তারার প্রতিষ্ঠা দিবস আজ

সৌগত মন্ডল,তারাপীঠ-বীরভূম: বীরভূমের তারাপীঠে শুক্লা চতুর্দশীতে আজ তারামায়ের আবির্ভাব তিথি উৎসব। ১৫৩ বছর পূর্বে বামাক্ষ্যাপা এই তারাপীঠেই তারা মায়ের সাধনায় সিদ্ধিলাভ পায়।...

সালিশি সভায় পাওনাদারকে কুপিয়ে খুন

প্রদীপ মজুমদার, নদীয়া: সালিশি সভায় পাওনাদারকে চাকু দিয়ে কুপিয়ে খুন। নাকাশিপাড়া থানার দোগাছি পঞ্চায়েতের ঘটনা। মৃত ব্যক্তির নাম আব্দার শেখ (৩৫)