মহম্মদ শাহজাহান আনসারী, বাঁকুড়া:- বিশপ প্রাইমারী গার্লস স্কুলের বার্ষিক অনুষ্ঠান হলো বাঁকুড়া শহরের রবীন্দ্র ভবনে। মঙ্গলবার এই অনুষ্ঠান ঘিরে ওই স্কুলের পড়ুয়া থেকে অভিভাবক সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
বিশপ গার্লস প্রাইমারি স্কুল সূত্রে জানানো হয়েছে, শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রেও পড়ুয়াদের সমানভাবে দক্ষ করে তুলতে তাঁরা নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন। সেই কর্মসূচীর অঙ্গ হিসেবে এদিন প্রথম বর্ষ সাংস্কৃতিক প্রতিযোগীতার সফল প্রতিযোগীদের হাতে পূরস্কার তুলে দেওয়া হলো। একই সঙ্গে এদিন অভিভাবকদের উপস্থিতিতে পড়ুয়ারা সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশগ্রহণ করে বলে তারা জানান।