খাদিমুল ইসলাম, বানারহাট:- জঙ্গল লাগোয়া এলাকার কৃষকরা হাতির তাণ্ডবে অতিষ্ঠ। প্রতিনিয়ত ফসল নষ্ট হওয়ায় তারা একের পর এক বিক্ষোভে সামিল হচ্ছেন। গতকাল মরারঘাট রেঞ্জ অফিসে বিক্ষোভ দেখান ক্ষতিগ্রস্ত কৃষকরা। যদিও বিক্ষোভের পরও বনদপ্তরের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ। বিক্ষোভ শেষে কৃষকরা বাড়ি ফিরলেও রাতেই আবার হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় একাধিক ফসলি জমি। বনকর্মীরা সময় মত ঘটনাস্থলে না পৌঁছানোর ফলে ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায় বলে অভিযোগ। আজ সকালে আবারও বিক্ষোভে সামিল হন কৃষকরা এবার বিন্নাগুড়ি বন্যপ্রাণ রেঞ্জ অফিসে।কৃষক গোপাল রায় জানান প্রতিনিয়ত খাবারের সন্ধানে জঙ্গল থেকে বেরিয়ে আসছে হাতির দল। আমরা বনকর্মীদের ফোন করলেও তারা সময় মতো আসে না। অনেকে ঘটনাস্থলে এলেও গাড়ি থেকে নামেন না শুধু সাইরেন বাজিয়ে চলে যান। ফলে হাতির দল কিছুক্ষণ পর আবার ফিরে আসে। ক্ষতির পরিমাণ বাড়ছে। অথচ লিখিত অভিযোগ দেওয়ার পরও ন্যায্য ক্ষতিপূরণ পাচ্ছি না। বিন্নাগুড়ি বন্যপ্রাণ স্কোয়াডের রেঞ্জ অফিসার হিমাদ্রি দেবনাথ বলেন। কৃষকদের কিছু দাবি রয়েছে বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।