ডিএজিসি-এর আয়োজিত এক অনন্য শুট

ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:- কথায় আছে বাঙালিদের বারো মাসে তেরো পার্বন। বাংলা শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো সম্প্রীতি শেষ হয়েছে এবং আসতে চলেছে কালীপুজো ও দীপাবলি, জগদ্ধাত্রী পুজো এবং কার্তিক পুজো। সেই উপলক্ষ নিয়ে ডিএজিসি প্রোডাকশন হাউসের কর্ণধার অঙ্কিতা রায় আয়োজন করল একটি অভিনব শুটের। তার এই কাজ মডেলিং জগতে প্রথম কাজ হিসেবে ইতিমধ্যেই কুর্নিশ পেয়েছেন। দীর্ঘদিন ধরে বড় ও ছোট পর্দার জগতে কাস্টিং ডিরেক্টর ও স্ক্রিপ্ট রাইটার হিসেবে পরিচিত ছিলেন। তাদের মূল উদ্দেশ্য নতুন মডেল ও মেকআপ আর্টিস্ট- দের নিজস্ব প্রতিভা যাতে তুলে ধরতে পারেন। তার এই শুটে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্ণা বল, অনামিকা দত্ত ও সোনালী মজুমদার। এছাড়া সম্মানীয় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষানু রায় যিনি এখানে এসে এমন একটি উদ্যোগকে কুর্নিশ জানান এবং আগামী প্রজন্মের ফটোগ্রাফার ও মডেলদের কাজ দেখে অভিভূত হন। তিনি এও বলেন যে আগামী প্রজন্মের ছবি তোলার দিক মোবাইল এর সাথেও ক্যামেরাম্যান-রা খুব দক্ষ সম্পন্ন নিয়ে এই কাজকে তুলে ধরতে পারেন এবং পরেও পারবেন। এছাড়া উপস্থিত ছিলেন অভিনেতা তন্ময় বিন্দু ও চিত্রশিল্পী সুপ্তি বিন্দু। স্পন্দনের কর্ণধার আত্মজ্যোতি মিত্র এমন একটি জায়গায় আলাদা একটি উত্তেজনা সৃষ্টি করেন মডেলদের মধ্যে। জগৎ জননী জগদ্ধাত্রী রূপে সেজে উঠেছিলেন পঞ্চম শ্রেণির ছাত্রী সৌন্দরিয়া পাটি, এছাড়াও কাউকে দেখা গেল কার্তিক ও কৃষ্ণ রূপে। কেউবা আবার ছিলেন ব্রাইডাল,দুর্গা, লক্ষী ও রিসেপশন লুকে। মডেলদের মধ্যে অংশগ্রহণ করেছিলেন টুম্পা আগাস্টি,কাজল সিংহ, অনুশুয়া অধিকারী, সবুজ রায়, বিট্টু রায়,ভুবন কুমার অগাস্টি, প্রলয় সানা, শ্রেয়ানভি মিত্ররায়, পিয়ালি রায়,গোলডি দাস, দেবরাজ ভট্টাচার্য, সোনালী দে চৌধুরী, অরুন্ধিতা কর্মকার, নির্বেদ রায়, জয়া ঘটক, তৃহান চ্যাটার্জী, তানিশা চ্যাটার্জি তৃপ্তি ভট্টাচার্য, কিরণ সাধুখান, প্রিয়াঙ্কা ভট্টাচার্য ও বসিরহাটে বাসিন্দা সুস্মিতা রায় মডেল জগতে নতুন পদার্পণ করলেও তার মূলত এমন অভিনব যুক্ত শুট করতেই বেশি ভালো লাগে এবং তিনি এমন একটি মঞ্চ পেয়ে বেশ আপ্লুত হয়েছেন। এমন সব মডেলদের সুন্দরভাবে সাজিয়ে তুলে ধরবেন জ্যোৎস্না মিত্র রায়, দিপালী হোড়, শ্রাবন্তী বেরা ইন্দ্রানী সাহা ও শুভঙ্কর তরফদার। মডেলদের নিজস্ব ডিজাইনের পোশাক পরিবেশন করেন মহানন্দা মাঝি ও প্রিন্স বিশ্বাস। পুজো বেশ চলে গেলেও এমনভাবে একটি উৎসব স্বরূপ নবজাত মডেল ও মেকআপ আর্টিস্টদের নিজেদের প্রতিভা তুলে ধরবার একটি মাধ্যম সৃষ্টি করে যেন আরেকটি উৎসবে রেশ রেখে গেলেন ডিএজিসি প্রোডাকশন হাউসের কর্ণধার।

ডিএজিসি-এর আয়োজিত এক অনন্য শুট

ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:- কথায় আছে বাঙালিদের বারো মাসে তেরো পার্বন। বাংলা শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো সম্প্রীতি শেষ হয়েছে এবং আসতে চলেছে কালীপুজো ও দীপাবলি, জগদ্ধাত্রী পুজো এবং কার্তিক পুজো। সেই উপলক্ষ নিয়ে ডিএজিসি প্রোডাকশন হাউসের কর্ণধার অঙ্কিতা রায় আয়োজন করল একটি অভিনব শুটের। তার এই কাজ মডেলিং জগতে প্রথম কাজ হিসেবে ইতিমধ্যেই কুর্নিশ পেয়েছেন। দীর্ঘদিন ধরে বড় ও ছোট পর্দার জগতে কাস্টিং ডিরেক্টর ও স্ক্রিপ্ট রাইটার হিসেবে পরিচিত ছিলেন। তাদের মূল উদ্দেশ্য নতুন মডেল ও মেকআপ আর্টিস্ট- দের নিজস্ব প্রতিভা যাতে তুলে ধরতে পারেন। তার এই শুটে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্ণা বল, অনামিকা দত্ত ও সোনালী মজুমদার। এছাড়া সম্মানীয় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষানু রায় যিনি এখানে এসে এমন একটি উদ্যোগকে কুর্নিশ জানান এবং আগামী প্রজন্মের ফটোগ্রাফার ও মডেলদের কাজ দেখে অভিভূত হন। তিনি এও বলেন যে আগামী প্রজন্মের ছবি তোলার দিক মোবাইল এর সাথেও ক্যামেরাম্যান-রা খুব দক্ষ সম্পন্ন নিয়ে এই কাজকে তুলে ধরতে পারেন এবং পরেও পারবেন। এছাড়া উপস্থিত ছিলেন অভিনেতা তন্ময় বিন্দু ও চিত্রশিল্পী সুপ্তি বিন্দু। স্পন্দনের কর্ণধার আত্মজ্যোতি মিত্র এমন একটি জায়গায় আলাদা একটি উত্তেজনা সৃষ্টি করেন মডেলদের মধ্যে। জগৎ জননী জগদ্ধাত্রী রূপে সেজে উঠেছিলেন পঞ্চম শ্রেণির ছাত্রী সৌন্দরিয়া পাটি, এছাড়াও কাউকে দেখা গেল কার্তিক ও কৃষ্ণ রূপে। কেউবা আবার ছিলেন ব্রাইডাল,দুর্গা, লক্ষী ও রিসেপশন লুকে। মডেলদের মধ্যে অংশগ্রহণ করেছিলেন টুম্পা আগাস্টি,কাজল সিংহ, অনুশুয়া অধিকারী, সবুজ রায়, বিট্টু রায়,ভুবন কুমার অগাস্টি, প্রলয় সানা, শ্রেয়ানভি মিত্ররায়, পিয়ালি রায়,গোলডি দাস, দেবরাজ ভট্টাচার্য, সোনালী দে চৌধুরী, অরুন্ধিতা কর্মকার, নির্বেদ রায়, জয়া ঘটক, তৃহান চ্যাটার্জী, তানিশা চ্যাটার্জি তৃপ্তি ভট্টাচার্য, কিরণ সাধুখান, প্রিয়াঙ্কা ভট্টাচার্য ও বসিরহাটে বাসিন্দা সুস্মিতা রায় মডেল জগতে নতুন পদার্পণ করলেও তার মূলত এমন অভিনব যুক্ত শুট করতেই বেশি ভালো লাগে এবং তিনি এমন একটি মঞ্চ পেয়ে বেশ আপ্লুত হয়েছেন। এমন সব মডেলদের সুন্দরভাবে সাজিয়ে তুলে ধরবেন জ্যোৎস্না মিত্র রায়, দিপালী হোড়, শ্রাবন্তী বেরা ইন্দ্রানী সাহা ও শুভঙ্কর তরফদার। মডেলদের নিজস্ব ডিজাইনের পোশাক পরিবেশন করেন মহানন্দা মাঝি ও প্রিন্স বিশ্বাস। পুজো বেশ চলে গেলেও এমনভাবে একটি উৎসব স্বরূপ নবজাত মডেল ও মেকআপ আর্টিস্টদের নিজেদের প্রতিভা তুলে ধরবার একটি মাধ্যম সৃষ্টি করে যেন আরেকটি উৎসবে রেশ রেখে গেলেন ডিএজিসি প্রোডাকশন হাউসের কর্ণধার।