বন্যা দুর্গতদের পাশে বৃহন্নলারা

খাদিমুল ইসলাম, বানারহাট: কয়েকদিন আগেই ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছিল ধূপগুড়ির বিস্তীর্ণ এলাকা। গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের হোগলাপাতা, কুল্লাপাড়া, অধিকারিপাড়া, বগরিবাড়ি ও কুর্শামারি সহ একাধিক এলাকা আজও বন্যার ক্ষত বহন করছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর, নষ্ট হয়েছে চাষের ফসল। হাজার হাজার মানুষ আজও দিন কাটাচ্ছেন রাস্তার ধারে তাবু খাটিয়ে, কোনো রকমে জীবনযাপন করছেন তারা।এই দুর্দশাগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ালেন বৃহন্নলারা। নিজেদের উপার্জিত অর্থ দিয়ে তারা দুর্গত মহিলাদের হাতে তুলে দিলেন পরনের কাপড় বিশেষ করে শাড়ি।বৃহন্নলা সমাজের সদস্য করিশমা জানান, “আমার সঙ্গে রয়েছেন রাশি, লিজা ও শরনা। আমরা আজ কুল্লাপাড়া এলাকায় এসেছি বন্যাদুর্গত মহিলাদের পাশে দাঁড়াতে। তাদের হাতে কিছু বস্ত্র তুলে দিয়েছি। আগামিদিনেও আমরা তাদের পাশে থাকব।”যারা সমাজে দীর্ঘদিন অবহেলিত থেকেও অন্যদের জন্য অর্থ সংগ্রহ করে নিজেদের জীবন চালান, তারাই আজ নিঃস্ব মানুষদের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।

বন্যা দুর্গতদের পাশে বৃহন্নলারা

খাদিমুল ইসলাম, বানারহাট: কয়েকদিন আগেই ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছিল ধূপগুড়ির বিস্তীর্ণ এলাকা। গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের হোগলাপাতা, কুল্লাপাড়া, অধিকারিপাড়া, বগরিবাড়ি ও কুর্শামারি সহ একাধিক এলাকা আজও বন্যার ক্ষত বহন করছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর, নষ্ট হয়েছে চাষের ফসল। হাজার হাজার মানুষ আজও দিন কাটাচ্ছেন রাস্তার ধারে তাবু খাটিয়ে, কোনো রকমে জীবনযাপন করছেন তারা।এই দুর্দশাগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ালেন বৃহন্নলারা। নিজেদের উপার্জিত অর্থ দিয়ে তারা দুর্গত মহিলাদের হাতে তুলে দিলেন পরনের কাপড় বিশেষ করে শাড়ি।বৃহন্নলা সমাজের সদস্য করিশমা জানান, “আমার সঙ্গে রয়েছেন রাশি, লিজা ও শরনা। আমরা আজ কুল্লাপাড়া এলাকায় এসেছি বন্যাদুর্গত মহিলাদের পাশে দাঁড়াতে। তাদের হাতে কিছু বস্ত্র তুলে দিয়েছি। আগামিদিনেও আমরা তাদের পাশে থাকব।”যারা সমাজে দীর্ঘদিন অবহেলিত থেকেও অন্যদের জন্য অর্থ সংগ্রহ করে নিজেদের জীবন চালান, তারাই আজ নিঃস্ব মানুষদের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।