বাগানের ভেতরে ঢুকে পড়ে একটি পূর্ণবয়স্ক হাতি

খাদিমুল ইসলাম, বানারহাট :- সাত সকালে কুমলাই চা বাগান এলাকায় চাঞ্চল্য। হঠাৎই বাগানের ভেতরে ঢুকে পড়ে একটি পূর্ণবয়স্ক হাতি। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে চারপাশে। খবর পেয়ে স্থানীয় মানুষজন ভিড় জমাতে শুরু করেন হাতি দেখার জন্য। চা বাগানের শ্রমিকরা ভোরবেলায় কাজ শুরু করতে গিয়েই প্রথমে হাতিকে দেখতে পান। অনেকেই মোবাইলে ভিডিও তুলতে শুরু করেন। এদিকে বন দফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।স্থানীয়দের দাবি গত কয়েকদিন ধরেই আশেপাশের জঙ্গল থেকে হাতির পাল গ্রামে ঢুকে খাবারের খোঁজে ঘোরাঘুরি করছে। বিশেষ করে রাতের দিকে তারা চা বাগান ও বসতি এলাকায় ঢুকে পড়ছে। ফলে আতঙ্ক ছড়িয়েছে পুরো এলাকায়। একজন স্থানীয় বাসিন্দা বলেন ভোরে কাজে বেরিয়ে দেখি বিশাল হাতির পাল বাগানে ঘুরছে। আগে কখনও এত কাছে থেকে হাতি দেখিনি। বন দফতর সূত্রে জানা গেছে হাতিগুলিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চলছে এবং মানুষকে নিরাপদ দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। চা বাগানের শ্রমিক ও গ্রামবাসীরা আপাতত আতঙ্কিত তবে কৌতূহলের বশেই বহু মানুষ এখনো হাতি দেখার জন্য ভিড় জমাচ্ছেন কুমলাই চা বাগানে।

বাগানের ভেতরে ঢুকে পড়ে একটি পূর্ণবয়স্ক হাতি

খাদিমুল ইসলাম, বানারহাট :- সাত সকালে কুমলাই চা বাগান এলাকায় চাঞ্চল্য। হঠাৎই বাগানের ভেতরে ঢুকে পড়ে একটি পূর্ণবয়স্ক হাতি। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে চারপাশে। খবর পেয়ে স্থানীয় মানুষজন ভিড় জমাতে শুরু করেন হাতি দেখার জন্য। চা বাগানের শ্রমিকরা ভোরবেলায় কাজ শুরু করতে গিয়েই প্রথমে হাতিকে দেখতে পান। অনেকেই মোবাইলে ভিডিও তুলতে শুরু করেন। এদিকে বন দফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।স্থানীয়দের দাবি গত কয়েকদিন ধরেই আশেপাশের জঙ্গল থেকে হাতির পাল গ্রামে ঢুকে খাবারের খোঁজে ঘোরাঘুরি করছে। বিশেষ করে রাতের দিকে তারা চা বাগান ও বসতি এলাকায় ঢুকে পড়ছে। ফলে আতঙ্ক ছড়িয়েছে পুরো এলাকায়। একজন স্থানীয় বাসিন্দা বলেন ভোরে কাজে বেরিয়ে দেখি বিশাল হাতির পাল বাগানে ঘুরছে। আগে কখনও এত কাছে থেকে হাতি দেখিনি। বন দফতর সূত্রে জানা গেছে হাতিগুলিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চলছে এবং মানুষকে নিরাপদ দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। চা বাগানের শ্রমিক ও গ্রামবাসীরা আপাতত আতঙ্কিত তবে কৌতূহলের বশেই বহু মানুষ এখনো হাতি দেখার জন্য ভিড় জমাচ্ছেন কুমলাই চা বাগানে।