নিজস্ব প্রতিনিধি, খড়দহ: পোলিও ভাইরাস নির্মূলের লক্ষ্যে রাজ্যজুড়ে একটি ব্যাপক টিকাদান কর্মসূচি হিসেবে ‘পালস পোলিও’ প্রচারাভিযান চালানো হয়, যার মাধ্যমে পাঁচ বছরের কম বয়সী সকল শিশুকে পোলিও ড্রপ খাওয়ানো হয়। ২০১৪ সালে ভারত পোলিওমুক্ত ঘোষিত হলেও, ভাইরাসটির পুনরাবির্ভাব রোধ করতে টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে। পোলিও একটি সংক্রামক রোগ যা পক্ষাঘাত বা মৃত্যুর কারণ হতে পারে। তাই, টিকাদান কর্মসূচি শিশুদের পোলিও থেকে রক্ষা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আর এই কর্মসূচিকে বাস্তবায়ন করতে ব্যারাকপুর টু পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী বিভিন্ন অঞ্চলে টিকাকরণ কর্মসূচি ক্যাম্পে গিয়ে শিশুদের পালস পোলিও টিকা খাওয়ালেন। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা পাইক, উপ-প্রধান অঞ্জলি দেউড়ি সহ পঞ্চায়েতের বিভিন্ন সদস্য সদস্য ও স্বাস্থ্যকর্মীবৃন্দরা। পঞ্চায়েত সভাপতির সভাপতির এই দৃশ্য দেখে ক্যাম্পে আগত শিশু ও অভিভাবকরা আপ্লুত।