কলকাতা: এক ফ্রেমে সৃঞ্জয় বসু, দেবাশিস দত্ত ও দেবব্রত সরকার। ময়দানের ডাকনামে যারা টুম্পাই, দেবাশিস ও নীতু নামেই পরিচিত। অতিসাম্প্রতিক ঘটনাপ্রবাহে এই ফ্রেম তো এক বিরল দৃশ্য। তিনি মেলালেন তাঁদের। তিনি চুনী গোস্বামী। তাঁর শেষ যাত্রায় সঙ্গী হলেন এই তিন মূর্তি।
সন্ধ্যার পরে পরেই যোধপুর পার্কের নার্সিং হোমে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলারকে শ্রদ্ধা জানাতে হাজির হয়ে গিয়েছিলেন মোহনবাগানের সচিব সৃঞ্জয় বসু ও অর্থসচিব দেবাশিস দত্ত। পৌঁছে দিয়েছিলেন ক্রীড়ামন্ত্রীও। মন্ত্রীর সঙ্গে মোহনবাগানের দুই কর্তা যখন আলোচনায় ব্যস্ত, তখনই হাজির হলেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার।
প্রথমে কুশল বিনিময়, তারপর আড্ডা, স্মৃতিচারণা , কখনও বা হালকা রসিকতায় প্রতিপক্ষকে মেপে নেওয়া। দেখে কে বলবে কিছুদিন আগেও রণংদেহী মেজাজে ছিল দুই পক্ষ।