হীরক মুখোপাধ্যায় (২৪ অগস্ট ‘২০):-মুক্তির পথে ‘বেলা ব্যানার্জী প্রোডাকশন’ প্রযোজিত ও দেবরাজ ব্যানার্জী পরিচালিত রহস্য রোমাঞ্চে ঘেরা বাংলা কাহিনীচিত্র ‘ঝড়ের রাত’।
আসন্ন মুক্তি প্রাপ্ত কাহিনীচিত্রের বিষয়ে বলতে গিয়ে এই কাহিনীচিত্রের পরিচালক দেবরাজ ব্যানার্জী জানান, “কোরোনা আবহে রোগ সংক্রমণের কথা মাথায় রেখে অভিনব পন্থা অবলম্বন করে এই চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। পুরুষ মহিলা নির্বিশেষে মোট ১১ জন অভিনেতা অভিনেত্রী যাঁর যাঁর নিজের বাড়ি থেকেই এই চলচ্চিত্রের দৃশ্যায়ন সম্পন্ন করেছেন।”
রহস্য রোমাঞ্চ ধর্মী কোনো কাহিনীচিত্র যে ঘরে থেকেও বানানো সম্ভব তা দেখিয়ে দিল ‘ঝড়ের রাত’।
এই ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দেবরাজ ব্যানার্জী, ত্রিদিব ঘোষ, সিদ্ধার্থ রায়, আনন্দমোহন দে, শুভজিৎ কড়েয়া, অভিজিত সাহা, মহাদেব মন্ডল, প্রসেনজিৎ সাহা, প্রবাল বিশ্বাস, পৌলমী এবং সোমা-কে।