বাঁকুড়া:-শনিবার গোটা দেশের মানুষ সিদ্ধিদাতা গণেশের আরাধনার মেতে ওঠে । কিন্তু এই করোনা আবহে গণেশের পুজোতেও নানা বিধি নিষেধ । এছাড়া এই বছর অন্যান্য বছরের মতো সার্বজনিক গণেশ পুজোর আয়োজন করা হয় নি বললেই চলে । এরই মধ্যে বাঁকুড়ার কলেজ মোড় এলাকাতেও গণেশ পুজোর আয়োজন করা হয় । পুজো উদ্যোক্তারা করোনা আবহে সমস্ত সরকারী বিধি নিষেধ মেনে পুজোর আয়োজন করেন । প্রত্যেকেই মাস্ক পরে প্যান্ডেলে আসেন ।
। উপস্থিত ভক্তরা সিদ্ধিদাতা গণেশের কাছে প্রার্থনা করেন যে যেন শীঘ্রই এই বিশ্বব্যাপী মহামারী থেকে রক্ষা পাওয়া যায়।