নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: আজ পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির আলিপুরদুয়ার জেলা শাখার উদ্যোগে গত রবিবার উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে কুমারগ্রাম ব্লকের বৃত্তিবাড়ি অঞ্চল এর বিস্তীর্ণ অঞ্চল প্রবল জলোচ্ছাসএ ছোট সংকোশ নদীর প্রবল তোরে দুইপার জলের তলায় চলে যায়। ছোট সংকোশ নদী ভুটান দিয়ে নেমে কুমারগ্রাম ব্লকের বৃত্তিবাড়ি অঞ্চল দিয়ে গেছে। এই বৃত্তিবাড়ি অঞ্চল প্রধানত রাজবংশী সমাজের বসবাস। বৃত্তিবাড়ি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় নেওয়া দুর্গত মানুষদের শুকনো খাদ্যাসামগ্রী যেমন মুড়ি, পাউরুটি, শিশুদের দুধ, ক্যাডবেরি, বিস্কুট, চিড়া, গুড় ইত্যাদি দেওয়া হলো।

উপস্থিত ছিলো সংগঠনের রাজ্য নেতৃত্ব পলাশ সাধুখাঁ, ভাস্কর কুন্ডু, বকুল দাস, চন্দ্রানী কুন্ডু, আলিপুরদুয়ার জেলা নেতৃত্ব রত্নাদীপ ভট্টাচাৰ্য, দিবাকর দাস, কালিদাস সরকার, রাজু রাম, প্রীতম দে, নয়ন মজুমদার, রাম চিক বাড়াইক, সুজিত পাল, রাজীব দে, ড্যানিয়াল ছেত্রী, সুবল তালুকদার, অভীক তালুকদার, কোচবিহার দিয়ে জেলা নেতৃত্ব বিশ্বজিৎ নন্দী, বিশ্বজিৎ দত্ত, জয়ন্ত দাস, বিষ্ণুপদ পাল, জলপাইগুড়ি জেলা দিয়ে অমিত সিনহা সহ অসংখ্য শিক্ষক শিক্ষকা উপস্থিত ছিলো। জেলা প্রশাসনের উদ্যোগে ছোট সংকোশ নদীতে ভেঙে যাওয়া কাঠের ব্রিজ দ্রুত মেরামত করে যাতায়াতর ব্যবস্থা করা হয়েছে। প্রশাসন দ্রুত গতিতে কাজ করছে দুর্গত মানুষের স্বাভাবিক ছন্দে আবার ফিরিয়ে আনতে।