মা হতে চলেছেন টলিক্যুইন । এ মাসেই হয়তো আসতে চলেছে সেই সুখবর ।

• নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে স্বামীকে সঙ্গে নিয়ে সুখবরটি নিজেই সকলকে জানিয়েছিলেন নাযিকা কোয়েল মল্লিক ৷

• ইনস্টাগ্রাম প্রোফাইলে কোয়েল লেখেন, ‘এই দিনগুলো কাটছে হালকা লাথি, ঘুঁষিতে ৷ নতুন জীবনের স্পন্দন এখন আমার ভিতরে ৷ উলের উষ্ণতা মেখে নতুন জীবনের অংশ হতে চলেছি ৷ আমাদের সন্তান আসছে গরমেই ভূমিষ্ঠ হবে ৷ ’

• ২০১৩ সালে প্রযোজক নিশপাল সিংকে বিয়ে করেন কোয়েল ৷ তারপরে সিনেমা জগত থেকে কিছুটা আলাদা হয়ে সংসারে মন৷ অভিনেত্রী বলে কথা, তাই তো পর পর দারুণ ছবিতে কামব্যাক কোয়েলের ৷ ফিরে এসেও বক্স অফিসে হিট ৷ তবে এবার জীবন নতুন দিকে টার্ন ৷ রুপোলি পর্দায় নয়, নায়িকার বাস্তব জীবনে মা হওয়ার পালা ৷

• কোয়েলের এই ঘোষণার পর সকলেই তাঁকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন সোশ্যাল মিডিয়ায় ৷ নতুন সদস্যকে দেখার অপেক্ষায় দিন গুণছেন নায়িকার ভক্তকূল ৷

• তবে অন্তঃসত্ত্বা অবস্থায় খুব বেশই জনসমক্ষে আসেননি কোয়েল । আজকাল প্রেগন্যান্সি ফোটোশ্যুটের রমরমা । কিন্তু নিজেকে বরাবরই এসবের থেকে আলাদা রেখেছেন নায়িকা ।

• কোয়েল বরাবরই খুব প্রাইভেট পার্সন । তার ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি আলোচনা করতে ভালবাসেন না । বিয়ের সাত বছর পর মা হতে চলেছেন তিনি । তবে এই নিয়ে কোনও ঢাক পেটানো নেই অভিনেত্রীর ।

• এই প্রথমবারের জন্য বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে এলেন তিনি । নিজেই শেয়ার করলেন সেই ছবি ।

• সামনেই আসতে চলেছে সেই শুভদিন । প্রেগন্যান্সি গ্লো-তে এখন ঝকঝক করছেন কোয়েল ।