মহম্মদ শাহজাহান আনসারী , বাঁকুড়া:- রহস্যময় ঘটনার সাক্ষী থাকল বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের দামদী গ্রাম। মঙ্গলবার সকালেই গ্রামজুড়ে চাঞ্চল্যের ঢেউ ওঠে, যখন কংসাবতী নদীর জালে ধরা পড়ে এক বিশালাকার ইন্ডিয়ান রক পাইথন বা স্থানীয় ভাষায় ময়াল সাপ। চিলতোড় পঞ্চায়েতের দামদী গ্রাম লাগোয়া কংসাবতী নদীতে প্রতিদিনের মতোই মাছ ধরতে গিয়েছিলেন গ্রামের কয়েকজন মৎস্যজীবী। গ্রামের বাসিন্দারা জানান, নদী থেকে জাল টানার সময় হঠাৎ তারা দেখেন জালের ভেতরে কিছু ভারী জিনিস নড়ছে। একটু ভালো করে তাকিয়ে চমকে উঠেন তারা, দেখতে পান – এ তো বিশাল অজগর। তড়িঘড়ি জালটিকে টেনে তোলা হয়। তারপর সবাই মিলে সাপটিকে গ্রামের তপ্ত দামদী বনমালী বিদ্যামন্দিরের মাঠে নিয়ে আসেন। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে আশপাশে – বড় সাপ ধরা পড়েছে। আর তাতেই ভিড় জমে যায় মাঠে। বাসিন্দাদের মধ্যে কেউ ভিডিও তুলছেন, কেউবা মোবাইল ক্যামেরায় সেলফি তুলছেন সেই বিশাল ময়ালের সঙ্গে। স্থানীয় বাসিন্দারা জানান, এত বড় সাপ আগে কখনও এই এলাকায় দেখা যায়নি। তাই বেশি ভিড় জমে ছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের কর্মীরা। সতর্কতার সঙ্গে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান তাঁরা। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, অজগরটি প্রায় ৮ ফুট লম্বা ও ১০ কেজি ওজনের ছিল। বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণে রেখে তাকে নিরাপদে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। বনদপ্তরের এক আধিকারিক বলেন, ময়াল বা ইন্ডিয়ান রক পাইথন আমাদের দেশের অ-বিষাক্ত কিন্তু শক্তিশালী প্রজাতি। এরা সাধারণত মানুষকে আক্রমণ করে না, বরং নিজের জীবন বাঁচাতেই আত্মরক্ষার চেষ্টা করে।
দামদীর এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে যেমন ভয়, তেমনই কৌতূহল দেখা দিয়েছিল। তবে বন দপ্তর বাসিন্দাদের সতর্ক করে জানিয়েছে, সাপ দেখলে নিজে ধরার চেষ্টা করবেন না, অবিলম্বে আমাদের খবর দিন।