মহম্মদ শাহজাহান আনসারী,বাঁকুড়া:- উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বঙ্গ বিজেপির তরফ থেকে গিয়ে হাজির হন মালদার গেরুয়া সাংসদ খনেন মুর্মু এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। সেখাতেই অতর্কিত তাদের ওপর হামলা চালায় একদল দুস্কৃতি। সেই হামলায় সাংসদ এবং বিধায়ক দুজনেই রক্তাক্ত হন।এর প্রতিবাদে পশ্চিমবাংলার দিকে দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি শিবির।তার জল এসে গড়ালো বাঁকুড়াতেও। এদিন সন্ধ্যায় বাঁকুড়ার কেরানীবাঁধ বাইপাশে বাঁকুড়ার গেরুয়া বিধায়ক নীলাদ্রী শেখর দানার নেতৃত্বে জাতীয় সড়ক অবরোধ করে এবং টায়ার জ্বালিয়ে চললো বিক্ষোভ। বিজেপির দাবি দাবি পশ্চিমবাংলার দিকে দিকে যে রোহিঙ্গা রাজ চলছে তা বর্দাস্ত করা হবে না। সাংসদ এবং বিধায়ক নিগ্রহের যদি পূর্ণ বিহীত না হয় পরবর্তীতে পশ্চিমবাংলাকে অবরুদ্ধ করার হঁশিয়ারি দেওয়া হবে জানায় তারা।