খাদিমুল ইসলাম, বানারহাট :– পুজোর মুখে বনদপ্তরের মাইকিং প্রচার।ডুয়ার্সে প্রতিনিয়ত মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত লেগেই থাকে। সেই সংঘাত এড়াতে এবং সাধারণ মানুষকে সচেতন করতে পুজোর মুখেই উদ্যোগ নিল বনদপ্তর।এদিন বিন্নাগুরি ওয়াইল্ডলাইফ রেঞ্জের উদ্যোগে জঙ্গল লাগোয়া ও চা বাগান এলাকায় বনকর্মীরা মাইকিং প্রচার চালান। পাশাপাশি স্থানীয়দের সচেতন করতে সরাসরি প্রচারও করা হয়। রেঞ্জার জানান উৎসবের সময়ে যাতে কোনো অঘটন না ঘটে সেজন্যই এই বিশেষ উদ্যোগ। এদিন প্রচারে স্থানীয়দের বলা হয় বিশেষ প্রয়োজন ছাড়া রাতের সময় বাড়ির বাইরে বের না হতে। একইসঙ্গে কোথাও বন্যপ্রাণী বা চিতা বাঘ দেখা দিলে সঙ্গে সঙ্গে বনদপ্তরকে খবর দেওয়ার জন্যও অনুরোধ করেন বনকর্মীরা।