মহম্মদ শাহজাহান আনসারী, বাঁকুড়া : সোনামুখী পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের মহিলা পরিচালিত নন্দিনী একতা সর্বজনীন দুর্গাপুজোর ভার্চুয়ালি শুভ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।সোনামুখী পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের নন্দিনী একতা সর্বজনীন দুর্গাপুজোর ভার্চুয়ালি শুভ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মহিলা দ্বারা পরিচালিত এই পুজো এবার বাইশ বছরে পদার্পণ করলো । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই পুজোর শুভ উদ্বোধন হওয়াতে খুশি এলাকার সকল সাধারণ মানুষ থেকে শুরু করে পুজো উদ্যোক্তারা । এদিন শুভ উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন সোনামুখী থানার আইসি সুপ্রিয় রঞ্জন মাঝি , সোনামুখী ভিডিও প্রিয়াঙ্কা হাটি , নন্দিনী একতা সর্বজনীন দুর্গাপূজা কমিটির অন্যতম সদস্য বাবলি গোস্বামী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা । সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত এই পুজোকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস থাকে চোখে পড়ার মতো । পাশাপাশি পুজোর কটা দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এই মন্ডপে পুজো দেখতে ভিড় জমিয়ে থাকেন ।
নন্দিনী একতা সর্বজনীন দুর্গাপুজো কমিটির সদস্য বাবলি গোস্বামী বলেন , এই পুজোকে কেন্দ্র করে বস্ত্র প্রদান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়ে থাকে । এলাকার সাধারণ মানুষরা পূজোর কটা দিন একত্রিত হয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন ।