হীরক মুখোপাধ্যায় (১৮ অগস্ট ‘২০):- ১০.৫০ একর জমির উপর ৭০ কোটি টাকা খরচ করে মধ্যপ্রদেশের সাগরে তৈরী হলো ‘সাগর মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট প্রোজেক্ট’।
গত ১৬ অগস্ট ‘সাগর মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট প্রোজেক্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মধ্যপ্রদেশ সরকারের শহরী বিকাশ মন্ত্রী ভূপেন্দর সিং।
‘রামকি এনভায়রো ইঞ্জিনিয়ার্স লিমিটেড’ সংক্ষেপে ‘রিল’-এর তত্ত্বাবধানে তৈরী ‘সাগর মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট প্রোজেক্ট’-এর কারণে সাগর সংলগ্ন ১০ টা স্থানীয় প্রশাসন লাভবান হবে। এই ইউনিটের মাধ্যমে প্রতিদিন পৌরসভার ৩৫০ মেট্রিক টন সলিড ওয়েস্ট কে সুনিয়ন্ত্রিত ভাবে উপযোগে আনা যাবে।