বং মডেলের আত্মপ্রকাশ

ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:- বং মডেল- একটি ড্রিমিং মোমেন্ট ইউনিটের অঙ্গ। বং মডেল নামক একটি ম্যাগাজিন তৈরি করা হয়েছে এই সমস্ত মডেলদের প্রমোশন করানোর জন্য। তাদের মূল উদ্দেশ্য তারা যাতে ঠিকঠাক ভাবে কাজ পায় এবং কোন রকম ভাবে প্রতারক বা প্রতারণার শিকার না হয়। যদি সেটি তারা পূর্ণ করতে পারে তবেই তারা তাদের স্বপ্নগুলোকে নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যেতে পারে। ড্রিমিং মোমেন্টস-এর যাত্রা শুরু হয়েছিল ২০১৯ সাল থেকে আর তখন থেকেই বং মডেলস একটা ইউটিউব প্লাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছেন। সেই ইউটিউব প্লাটফর্মে সীমাবদ্ধ না থেকে বংমডেল এখন এই ম্যাগাজিনের মধ্যে দিয়ে মডেলদের প্রোমোশনের জন্য এগিয়ে এসেছেন। ড্রিমিং মোমেন্টস এবং বং মডেল ম্যাগাজিন এর কর্ণধার শ্রী ইন্দ্রদীপ মিত্র তারা এই ম্যাগাজিন-এর দ্বিতীয় সংখ্যা প্রকাশ করেন কলকাতার ঐতিহ্যবাহী নন্দন প্রাঙ্গণে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.আই.টি.এ.এ প্রেসিডেন্ট শ্রী জয়ন্ত দাস গুপ্ত এবং মাউন্ট এভারেস্ট বেভারেজ লিমিটেডের পক্ষ থেকে শ্রী প্রবাল মুখার্জী। মোট চারটি ভিন্ন দিনে বিভিন্ন মডেলদের নিয়ে এই শুটের আয়োজন হয়েছিল। এই ম্যাগাজিন তারা এবার আন্তর্জাতিক স্তরে বিক্রি করতে পারবেন অ্যামাজন ওয়েবসাইটে মাধ্যমে। এমন ভাবেই আগামী দিনের আলোর বৃহত্তম পরিকল্পনা নিয়েছেন তারা এবং যে সকল ছেলে মেয়ে-দের ইচ্ছে নিজেদের-কে ভালো জায়গায় নিয়ে যাওয়া তাদের একমাত্র পথ প্রদর্শক হিসেবে এবার কাজ করতে আগ্রহী। যে সমস্ত বুটিক তাদের আসবাবপত্র নিয়ে এগিয়ে এসেছেন তারা হলেন পরিধান, নীলাবরণী, বাবুমশাই, আইকন বুটিক কালেকশন ও রূপাঞ্জলি। এই শুটে উপস্থিত ছিলেন প্রখ্যাত মডেল কিরণ তান্নি। এছাড়া উপস্থিত ছিলেন তানিশা, সুপর্ণা , শিল্পী , মনীষা, রিচা অনিশা, অভিজিৎ, রুদ্র, ববি দিবিয়া, অতনু, অপর্ণা, দেবযানি, দেবব্রত, চিরঞ্জিত, ইশিকা,মধুপর্ণা, জয়িতা, অনিমা, বেবি সহ আরো অনেকে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বনামধন্য মডেল রুপম। ক্যামেরা তে ছিল সুমন ঢালী, সন্দীপ পাইন ও ইন্দ্রদীপ মিত্র। সমগ্র মডেলদের মেক আপ-এর জন্য সাহায্য করেছেন আইএফডি ইন্সটিটিউট। আমরা বহু ছায়াছবিতে একই ব্যক্তিকে ডবল রোল হিসেবে দেখতে পেয়েছি যার মধ্যে ছিলেন উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় সহ অনেকেই। ঠিক তেমনি ভাবে বনগাঁর বাসিন্দা অতনু কুন্ডুকে দেখা যায় পুরুষ ও মহিলা সাজে নিজেকে এই ম্যাগাজিনে তুলে ধরেছেন। তার মেকআপ করেছিলেন টুম্পা ঘোষ। এছাড়াও অন্যান্য মেকআপ আর্টিস্ট যারা উপস্থিত ছিলেন তারা হলেন রুপরেখা বটব্যাল, চাঞ্চরিকা কর, রোহান ,ডালিয়া মন্ডল, ডোনা শানপুই ও বৃষ্টি‌ ,অমিত, সম্পা, প্রতিমা,চিনু,। বং মডেলে এমন একটি উদ্যোগকে ফ্যাশন জগতে বহু ডিজাইনার ও সংস্থা কুর্নিশ জানান এবং তারা এমন ভাবে আরো বহুদূর এগিয়ে যাক এমনটাই আশা রাখেন সমগ্র মডেল জগৎ।

বং মডেলের আত্মপ্রকাশ

ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:- বং মডেল- একটি ড্রিমিং মোমেন্ট ইউনিটের অঙ্গ। বং মডেল নামক একটি ম্যাগাজিন তৈরি করা হয়েছে এই সমস্ত মডেলদের প্রমোশন করানোর জন্য। তাদের মূল উদ্দেশ্য তারা যাতে ঠিকঠাক ভাবে কাজ পায় এবং কোন রকম ভাবে প্রতারক বা প্রতারণার শিকার না হয়। যদি সেটি তারা পূর্ণ করতে পারে তবেই তারা তাদের স্বপ্নগুলোকে নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যেতে পারে। ড্রিমিং মোমেন্টস-এর যাত্রা শুরু হয়েছিল ২০১৯ সাল থেকে আর তখন থেকেই বং মডেলস একটা ইউটিউব প্লাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছেন। সেই ইউটিউব প্লাটফর্মে সীমাবদ্ধ না থেকে বংমডেল এখন এই ম্যাগাজিনের মধ্যে দিয়ে মডেলদের প্রোমোশনের জন্য এগিয়ে এসেছেন। ড্রিমিং মোমেন্টস এবং বং মডেল ম্যাগাজিন এর কর্ণধার শ্রী ইন্দ্রদীপ মিত্র তারা এই ম্যাগাজিন-এর দ্বিতীয় সংখ্যা প্রকাশ করেন কলকাতার ঐতিহ্যবাহী নন্দন প্রাঙ্গণে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.আই.টি.এ.এ প্রেসিডেন্ট শ্রী জয়ন্ত দাস গুপ্ত এবং মাউন্ট এভারেস্ট বেভারেজ লিমিটেডের পক্ষ থেকে শ্রী প্রবাল মুখার্জী। মোট চারটি ভিন্ন দিনে বিভিন্ন মডেলদের নিয়ে এই শুটের আয়োজন হয়েছিল। এই ম্যাগাজিন তারা এবার আন্তর্জাতিক স্তরে বিক্রি করতে পারবেন অ্যামাজন ওয়েবসাইটে মাধ্যমে। এমন ভাবেই আগামী দিনের আলোর বৃহত্তম পরিকল্পনা নিয়েছেন তারা এবং যে সকল ছেলে মেয়ে-দের ইচ্ছে নিজেদের-কে ভালো জায়গায় নিয়ে যাওয়া তাদের একমাত্র পথ প্রদর্শক হিসেবে এবার কাজ করতে আগ্রহী। যে সমস্ত বুটিক তাদের আসবাবপত্র নিয়ে এগিয়ে এসেছেন তারা হলেন পরিধান, নীলাবরণী, বাবুমশাই, আইকন বুটিক কালেকশন ও রূপাঞ্জলি। এই শুটে উপস্থিত ছিলেন প্রখ্যাত মডেল কিরণ তান্নি। এছাড়া উপস্থিত ছিলেন তানিশা, সুপর্ণা , শিল্পী , মনীষা, রিচা অনিশা, অভিজিৎ, রুদ্র, ববি দিবিয়া, অতনু, অপর্ণা, দেবযানি, দেবব্রত, চিরঞ্জিত, ইশিকা,মধুপর্ণা, জয়িতা, অনিমা, বেবি সহ আরো অনেকে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বনামধন্য মডেল রুপম। ক্যামেরা তে ছিল সুমন ঢালী, সন্দীপ পাইন ও ইন্দ্রদীপ মিত্র। সমগ্র মডেলদের মেক আপ-এর জন্য সাহায্য করেছেন আইএফডি ইন্সটিটিউট। আমরা বহু ছায়াছবিতে একই ব্যক্তিকে ডবল রোল হিসেবে দেখতে পেয়েছি যার মধ্যে ছিলেন উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় সহ অনেকেই। ঠিক তেমনি ভাবে বনগাঁর বাসিন্দা অতনু কুন্ডুকে দেখা যায় পুরুষ ও মহিলা সাজে নিজেকে এই ম্যাগাজিনে তুলে ধরেছেন। তার মেকআপ করেছিলেন টুম্পা ঘোষ। এছাড়াও অন্যান্য মেকআপ আর্টিস্ট যারা উপস্থিত ছিলেন তারা হলেন রুপরেখা বটব্যাল, চাঞ্চরিকা কর, রোহান ,ডালিয়া মন্ডল, ডোনা শানপুই ও বৃষ্টি‌ ,অমিত, সম্পা, প্রতিমা,চিনু,। বং মডেলে এমন একটি উদ্যোগকে ফ্যাশন জগতে বহু ডিজাইনার ও সংস্থা কুর্নিশ জানান এবং তারা এমন ভাবে আরো বহুদূর এগিয়ে যাক এমনটাই আশা রাখেন সমগ্র মডেল জগৎ।