খাদিমুল ইসলাম, বানারহাট :- বর্তমান সময়ে যুব সমাজের বড় অংশ ফ্রি ফায়ার, পাবজি ও অনলাইন গেমসে আসক্ত হচ্ছে। এই পরিস্থিতিতে অভিনব উদ্যোগ নিল মধ্য শালবাড়ি ইয়ং স্পোর্টিং ক্লাব। রবিবার ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় এক দিবসীয় স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।খেলায় অংশ নেয় দূর-দূরান্ত থেকে আসা মোট ১৬টি দল। টানটান উত্তেজনার মধ্যে প্রতিটি ম্যাচই পরস্পর পরস্পরের দিকে গোল দেওয়ার চেষ্টা করে। অবশেষে ফাইনালে মুখোমুখি হয় দুরামারি ফুটবল টিম ও মধ্য শালবাড়ি ফুটবল টিম। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে দুরামারি ইলেভেন স্টারকে তিন গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মধ্য শালবাড়ি ফুটবল টিম।খেলাপ্রেমী দর্শকদের পাশাপাশি স্থানীয় মহিলা, ক্রীড়া অনুরাগী এবং এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং বেশ কিছু সমাজপ্রবীণ ব্যক্তিত্বও।উল্লেখ্য, গত ২০২৪ সালের টুর্নামেন্টেও মধ্য শালবাড়ি ফুটবল টিম রানার্স-আপ হয়েছিল। এ বছরের চ্যাম্পিয়ন হওয়ায় এলাকাজুড়ে আনন্দের হাওয়া বইছে।ক্লাবের এক সদস্য জানান—”আমরা প্রতিবছরই স্মৃতির উদ্দেশ্যে এই এক দিবসীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করি। আমাদের উদ্দেশ্য শুধু খেলা নয়, যুবসমাজকে মোবাইল গেমসের আসক্তি থেকে দূরে সরিয়ে মাঠমুখী করা। আগামী দিনেও এই উদ্যোগ চলবে।”