মোহাম্মদ শাজাহান আনসারী,বাঁকুড়া :- সামনেই দুর্গাপূজা। আর দুর্গাপূজার আগেই বাঁকুড়ায় পুলিশি হেনস্তার অভিযোগ তুলে ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন ছাতনার টোটো চালকরা। টোটো চালকদের অভিযোগ বাঁকুড়া শহরে টোটো নিয়ে প্রবেশ করলেই বাঁকুড়া থানার পুলিশ প্রশাসন শুধুমাত্র ছাতনা এলাকার টোটো চালকদের টোটোগুলি কে আটক করছে। ছাতনা থেকে রোগী নিয়ে গেলেও টোটো আটকে রেখে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন টোটো চালকরা। অপ্রয়োজনীয় হেনস্থা বন্ধ করার জন্য ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসের সামনে এদিন বিক্ষোভে সামিল হলেন ২০০ এর বেশি টোটো চালকরা। বিক্ষোভ করার পাশাপাশি এদিন ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কে এই সমস্যা সমাধানের জন্য ও বাঁকুড়া শহরে অবাধে টোটো চালানোর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করে একটি ডেপুটেশন দেয় ছাতনা ব্লকের টোটো চালকরা। বাঁকুড়া জেলা সাংগঠনিক ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস আয়োজিত এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাতনা তৃণমূলের ব্লক সভাপতি স্বপন মন্ডল, জেলা সাংগঠনিক ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস শংকর চক্রবর্তী, ঘোষেরগ্রাম পঞ্চায়েতের প্রধান সান্তনু কুন্ডু সহ দুই শতাধিক টোটো চালক।