ঋদ্ধি ভট্টাচার্য, কলকাত : বাঙালি সেরা উৎসব বলতে গেলে আর বাকি আছে হাতে গোনা বেশ কিছুদিন। ইতিমধ্যেই শপিং করা ও নিজেদের তৈরি করা জন্য এখন ব্যস্ত সবাই। সেই উপলক্ষে জনপ্রিয় মডেল প্রিয়াঙ্কা সিং দত্ত আয়োজন করল আগমনীর ওপর অনুষ্ঠান কলকাতার এক বনেদী রাজবাড়ীতে। অনুষ্ঠানটি এ.এস.ডি প্রোডাকশনের আয়োজিত। প্রসঙ্গত এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা প্রিয়াংকা বলেন তিনি তার প্রোডাকশন হাউস টি তার ছেলের নামে নামাঙ্কারিত করেছেন যার নাম অগ্নিভ সিং দত্ত। বহুদিন ধরে মডেলিং এর জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তিনি এই প্রথম এমন কোন একটি অনুষ্ঠানে আয়োজিত করেন নিজে উদ্যোগে এবং সেখানে সবার সহযোগিতা পেয়ে তিনি খুবই আপ্লুত। দুর্গাপুজো- এটি এমন একটি অনুষ্ঠান যার মাধ্যমে বহুজন একসাথে একত্রিত হন এবং এটি একটি মেলবন্ধন রূপে রূপান্তরিত হয়। তার এই আগমনী শুট-র মাধ্যমে তিনি এমনই একটি উদাহরণ দিতে চেয়েছেন। আজকাল এই ইঁদুর দৌড় জীবনে সারা বছর কেউ কারুর সঙ্গে যোগাযোগ না করতে পারলেও বছরের এই সময়টায় যে যৌথ একাগ্রতা থাকে তারই প্রমাণ দিতে চেয়েছেন উদ্যোক্তা। এখানে উমা বলতে বোঝানো হয়েছে সমগ্র নারী যাকে আমরা মায়ের রূপে দেখি এবং উদ্যোক্তা এখানে মা- মেয়ের বন্ডিং-কে তুলে ধরেছেন। এই অনুষ্ঠানে মায়ের ভূমিকা পালন করেছেন প্রখ্যাত মডেল সপ্তমী ব্যানার্জি এবং মেয়ে ভূমিকায় ছিলেন প্রিয়াঙ্কা সিং দত্ত। তিনি তার প্রয়াত মাকে উদ্দেশ্য করেই এই অনুষ্ঠানের আয়োজন করেন। একটি যৌথ পরিবার যেখানে মেয়ে তার বাড়িতে আসছেন পুজো উপলক্ষে এবং সেখান থেকে সে তার মা, কাকা, মামা,মাসি মেসো সবার সাথে সেই আনন্দ ভাগ করে নিচ্ছে- এমনই এক অভিনবত্ব দেখা গেল এই অনুষ্ঠানের মাধ্যমে। এই অনুষ্ঠানটিতে যেমন ছবি তোলা হয় ঠিক অপর ভাবে একটি ভিডিও করার পরিকল্পনা মাফিক সেটিও শুট করা হয়। এই ভিডিও জনসমক্ষে সামনে আসতে চলেছে মহালয়া সময়। এছাড়াও তিনি তার নিজস্ব বুটিক-এর (এ.এস.ডি বুটিক) সম্ভার নিয়ে একটি শুটের পরিকল্পনা করেছেন পরবর্তীকালে। এই অনুষ্ঠানে হাজির ছিলেন মোট ৩৫-টি মডেল এবং মেকআপ আর্টিস্ট। সমগ্র আসবাবপত্র ও জুয়েলারি যোগান দিয়েছে সংস্থা কর্ণধার এবং রিতা মাইতি। বহু মডেলের মধ্যে উপস্থিত ছিলেন শুরবতী চৌধুরি ও লেকটাউন থেকে এসেছিলেন কথা খাঁ। এছাড়াও উপস্থিত ছিলেন ইশিতা চক্রবর্তী ,পূজা চট্টোপাধ্যায়, দেবাশ মুখার্জি ,ঝিলম রায় মুখার্জি, শিবাম বকশি, রাকিব সারোয়ার, সপ্তর্ষি চৌধুরী, গায়ত্রী সরকার, অভিষেক চক্রবর্তী, রেশমিতা চৌধুরী, শুভঙ্কর ব্যানার্জি , নাদিম খান নিহারিকা শাও, সুমন সেনগুপ্ত, মনিকা ঘোষাল, গোপাল ঘোষ, কাকুলি সরকার ,সুনিতা দাস, এঞ্জেলিনা দাস, পূর্বাশা মিত্র, অনামিকা রক্ষিত খাঁ, অজয় মণ্ডল ও তন্ময় চক্রবর্তী সহ আরো অনেকে। এই অনুষ্ঠানে ব্র্যান্ড অ্যাম্বাসাদর হিসেবে ছিলেন অগ্নিব সিং দত্ত ও তা্নিষ্ঠা চক্রবর্তী। আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন অরিজিৎ নিয়োগী,সৌম্যদীপ দত্ত, অঙ্কিতা রায় ও অনামিকা দত্ত সহ আরো অনেকে। সমগ্র মডেলদের সুন্দর করে সাজিয়ে তোলার কারিগর হিসেবে ছিলেন রিয়া রায়, প্রতিভা হালদার ,নিগায় আক্তার , শিবানী মিত্র , চিনু মন্ডল ও তন্ময় চক্রবর্তী। পুরো ফটোশুট ও ভিডিও শুটকে তুলে ধরেছেন সুব্রত দাস, তথাস্তু পাপ্পু, সুরেন্দ্র চট্টোপাধ্যায় , তুহিন দেবনাথ ও সৈকত মুখার্জি। এমন একটি অভিনব কাজের মধ্যে ঠিক জনতার কাছে কি আসতে চলেছে তার জন্য অপেক্ষা করতে হবে মহালয়া অবধি।
ছবি: হিমাদ্রি বাগ।


