বাঁকুড়া জেলা জুড়ে পালিত হলো ফাতেহা দোয়াজ দাহাম

মোহাম্মদ শাহজাহান আনসারী,বাঁকুড়া:- আজ সারা বিশ্বের সাথে বাঁকুড়া জেলা জুড়েও পালিত হল ফাতেহা দোয়াজ দাহাম। আজ নবী অর্থাৎ হজরত মহম্মদের জন্মদিন। তাই এই দিনটি নবী দিবস হিসেবেও পরিচিত। এদিন সকালে জেলার বিভিন্ন এলাকায় নবী দিবসের শোভাযাত্রা বের হয়। বাঁকুড়া শহরেও সকালে নবী দিবসের শোভাযাত্রা শহর পরিক্রমা করে। এই দিনটি মুসলিম ধর্মপ্রাণ মানুষের কাছে
বিশেষ গুরুত্বপূর্ণ। দিনটি বাঁকুড়া জেলাতেও মহা সমারোহে পালিত হল। এদিন বাঁকুড়ার মাচানতলার মসজিদগোড়া থেকে একটি জৌলুস বের হয়। এই জৌলুসে প্রচুর মুসলিম ধর্মপ্রাণ মানুষ পা মেলান। কচিকাঁচাদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। এই শোভাযাত্রা ঘিরে পুলিশি নিরাপত্তা ছিল জোরদার। এদিনের বাঁকুড়া শহরের এই জৌলুস মাচানতলা, ঈদগামহল্লা স্কুলডাঙ্গা মাচানতলা, ট্যাক্সি স্ট্যান্ড হয়ে পাটপুর ও মাচানতলার হেড পোস্ট অফিস মোড় হয়ে বাঁকুড়া বঙ্গবিদ্যালয় স্কুল মাঠে এসে শেষ হয়।
বাঁকুড়া জেলা জামা মসজিদের ইমাম মহম্মদ গোলাম রাব্বানী বলেন, সারা বিশ্বের সাথে বাঁকুড়াতেও নবী দিবস পালিত হচ্ছে। প্রচুর মুসলিম সসম্প্রদায়ের মানুষজন এদিনের নবী দিবসের জৌলুসে অংশগ্রহন করেন। আমরা এদিন সারা বিশ্বজুড়ে শান্তি ও সম্প্রীতির বাতাবরণ বজায় থাকুক এই প্রার্থনা করেছি।

বাঁকুড়া জেলা জুড়ে পালিত হলো ফাতেহা দোয়াজ দাহাম

মোহাম্মদ শাহজাহান আনসারী,বাঁকুড়া:- আজ সারা বিশ্বের সাথে বাঁকুড়া জেলা জুড়েও পালিত হল ফাতেহা দোয়াজ দাহাম। আজ নবী অর্থাৎ হজরত মহম্মদের জন্মদিন। তাই এই দিনটি নবী দিবস হিসেবেও পরিচিত। এদিন সকালে জেলার বিভিন্ন এলাকায় নবী দিবসের শোভাযাত্রা বের হয়। বাঁকুড়া শহরেও সকালে নবী দিবসের শোভাযাত্রা শহর পরিক্রমা করে। এই দিনটি মুসলিম ধর্মপ্রাণ মানুষের কাছে
বিশেষ গুরুত্বপূর্ণ। দিনটি বাঁকুড়া জেলাতেও মহা সমারোহে পালিত হল। এদিন বাঁকুড়ার মাচানতলার মসজিদগোড়া থেকে একটি জৌলুস বের হয়। এই জৌলুসে প্রচুর মুসলিম ধর্মপ্রাণ মানুষ পা মেলান। কচিকাঁচাদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। এই শোভাযাত্রা ঘিরে পুলিশি নিরাপত্তা ছিল জোরদার। এদিনের বাঁকুড়া শহরের এই জৌলুস মাচানতলা, ঈদগামহল্লা স্কুলডাঙ্গা মাচানতলা, ট্যাক্সি স্ট্যান্ড হয়ে পাটপুর ও মাচানতলার হেড পোস্ট অফিস মোড় হয়ে বাঁকুড়া বঙ্গবিদ্যালয় স্কুল মাঠে এসে শেষ হয়।
বাঁকুড়া জেলা জামা মসজিদের ইমাম মহম্মদ গোলাম রাব্বানী বলেন, সারা বিশ্বের সাথে বাঁকুড়াতেও নবী দিবস পালিত হচ্ছে। প্রচুর মুসলিম সসম্প্রদায়ের মানুষজন এদিনের নবী দিবসের জৌলুসে অংশগ্রহন করেন। আমরা এদিন সারা বিশ্বজুড়ে শান্তি ও সম্প্রীতির বাতাবরণ বজায় থাকুক এই প্রার্থনা করেছি।