করোনা মোকাবিলায় বাংলা যথাসাধ্য লড়াই করছে। বাড়িতে থেকে সুস্থ ও সতর্ক থাকার বার্তা দিচ্ছেন তারকারা। আশার আলো দেখা দেবেই, নিশ্চিত তাঁরা। তাই তো বিশ্বাসে ভর করে সাধারণ মানুষের মনোবল বাড়াতে একজোট হল টলিউড। কান্ডারি রাজ চক্রবর্তী। প্রসেনের কথা ও অরিন্দমের সুরে তৈরি হল ‘এই বাংলা আমার হাসবে আবার’।
সাধারাণ মানুষকে উজ্জীবিত করতে বিশ্বাসে ভর করেই ঘুরে দাঁড়াতে চাইছেন পরিচালক রাজ চক্রবর্তী। সব ঠিক হয়ে গিয়ে ফের একবার বাংলা হাসবে, এই বার্তাই পৌঁছে দিতে চাইছেন মানুষের কাছে। তাঁর এই উদ্যোগে শামিল হয়েছে প্রায় পুরো টলিউড।